সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্পর্শকাতর বিষয়৷ তাই পারস্পরিক আলোচনার মাধ্যমেই হোক প্রায় আড়াই দশক পুরনো রাম জন্মভূমি বিতর্কের সমাধান৷ মঙ্গলবার এই পরামর্শই দিয়েছে দেশের শীর্ষ আদালত৷ যদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হয় শুধুমাত্র তখনই আদালত এই ব্যাপারে হস্তক্ষেপ করবে৷ জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতি খেহরের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ৷
এই পরামর্শেই সৌজন্যেই ফের খবরের শিরোনামে প্রায় অযোধ্যা বিতর্ক৷ সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন কেউ, কেউ আবার মন্তব্য করছেন বিপক্ষে৷ প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী স্বাগত জানিয়েছেন শীর্ষ আদালতের এই পরামর্শকে৷ দুই পক্ষেরই বসে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা উচিত বলে মনে করেন তিনি৷ একই মতামত সদ্য উত্তরপ্রদেশের মসনদে বসা যোগী আদিত্যনাথেরও৷ কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীও সমাধান চান৷ অবশ্য সমাধান তিনি রাম জন্মভূমির পক্ষেই চান তিনি৷
[কাঠের গুদামে আগুন, অল্পের জন্য রক্ষা পেল আকাশবাণী ভবন]
তবে সিপিআই নেতা অতুল অঞ্জনের অভিযোগ এই ঘটনার সঙ্গে জড়িতরাই উত্তরপ্রদেশের বর্তমান সরকার গঠন করেছে৷ এই আবেগকে ব্যবহার করেই ক্ষমতায় বিজেপি৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কে রহমান খান মনে করেন আগেও একাধিকবার আলোচনার মাধ্যমে রাম মন্দির সমস্যার সমাধান করার চেষ্টা হয়েছে৷ প্রতিবারই তা ব্যর্থ হয়েছে৷ তাই শীর্ষ আদালতেরই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত৷
পিটিশনটি ফাইল করেছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী৷ সুপ্রিম কোর্টের পরামর্শের পর তিনি বলেন, আমরা সবসময় তৈরি৷ মন্দির ও মসজিদ অবশ্যই তৈরি হওয়া উচিত৷ তবে মসজিদ সরযূ নদীর অন্য পারে তৈরি হওয়া উচিত৷ রাম জন্মভূমিতে শুধুমাত্র রাম মন্দির তৈরি হওয়াই উচিত৷ রামের জন্মস্থানের কোনও পরিবর্তন করা সম্ভব নয়৷ তবে মসজিদ যে কোনও স্থানে তৈরি করা সম্ভব৷ আগামী ৩১ মার্চ ফের এই মামলার শুনানির তারিখ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত৷
[হস্টেলে ঢুকে ছাত্রীদের অন্তর্বাস চুরি যুবকের, ভাইরাল ভিডিও]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.