Advertisement
Advertisement

Breaking News

Congress G-23

‘বিজেপির বিকল্প গড়তে সমমনস্ক দলগুলির সঙ্গে আলোচনা করুক কংগ্রেস’, মমতার সুর G-23 নেতাদের গলায়

কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে সম্মিলিত নেতৃত্ব সামনে আসুক, দাবি G-23 নেতাদের।

Reach out to like-minded parties to take on BJP, G-23 leaders appeal to Congress high command | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 17, 2022 11:17 am
  • Updated:March 17, 2022 3:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে কথা বলে আসছেন সেই ২০২১ বিধানসভা নির্বাচনের পর থেকে, সেই কথাই এবার শোনা গেল কংগ্রেসের বিক্ষুব্ধ G-23 নেতাদের গলাতেও। বুধবার নিজেদের মেগা বৈঠকের পর জি-২৩ গ্রুপের নেতারা দলের কাছে যে দাবি জানালেন, তাতে বলা হল ২০২৪ সালে বিজেপির বিকল্প তৈরি করতে হলে কংগ্রেসকে (Congress) সমমনস্ক অন্য দলগুলির সঙ্গে আলোচনা শুরু করতে হবে।

গতবছর মে মাসে এরাজ্যের বিধানসভা নির্বাচনে বিরাট সাফল্যের পরই কেন্দ্রে বিজেপি বিরোধী বিকল্প জোট গঠনের দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সর্ববৃহৎ বিরোধী দল হওয়ায় অন্য বিরোধীদের এক ছাতার তলায় আনার প্রস্তাব নিজে গিয়ে সোনিয়া গান্ধীকে দিয়ে এসেছিলেন মমতা। কিন্তু তাতে তেমন হেলদোল দেখায়নি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। বছর ঘুরতে চললেও এখনও বিরোধী জোট গঠনের প্রক্রিয়ায় এক পাও এগোয়নি কংগ্রেস। শেষে বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে তৃতীয় বিকল্পের ভাবনা চিন্তা শুরু করেছেন।

[আরও পড়ুন: গান্ধীদের তীব্র আক্রমণের জের, কপিল সিব্বলকে ‘একঘরে’ করলেন G-23 নেতারাও! বৈঠকে যোগ শশী থারুরের]

ঠিক এক বছর আগে মমতা যেটা বলেছিলেন বুধবারের বৈঠকে সেটাই বললেন কংগ্রেসেরই বিক্ষুব্ধ জি-২৩ নেতারা। তাঁদের বক্তব্য,”বিজেপিকে রুখতে কংগ্রেসের শক্তিশালী হওয়া জরুরি। আমাদের দাবি, কংগ্রেস অন্যান্য সমমনস্ক দলগুলির সঙ্গে আলোচনা শুরু করুক। এবং এমন একটা মাধ্যম তৈরি করুক, যাতে ২০২৪ লোকসভার আগে বিজেপির বিকল্প হিসাবে নিজেদের তুলে ধরা যায়।” তবে, এদিনের বৈঠকে সরাসরি নেতৃত্ব থেকে গান্ধীদের সরিয়ে দেওয়ার কথা বলা হয়নি। বরং বৈঠক শেষে বিবৃতিতে বলা হয়েছে,”আমাদের বিশ্বাস কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে হলে সম্মিলিত এবং উদারবাদী নেতৃত্বকে সামনে আনতে হবে।” নিজেদের দাবি দাওয়া নিয়ে আজ সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গে দেখা করবেন বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)।

[আরও পড়ুন: দেশে করোনা কমলেও চিন-দক্ষিণ কোরিয়ায় বাড়ছে সংক্রমণ, ফের সতর্কতার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর]

গতকাল বিক্ষুব্ধ গোষ্ঠীর বৈঠকে আরও একটা লক্ষনীয় ব্যাপার ঘটেছে। বৈঠকের অতিথি তালিকায় রীতিমতো চমক ছিল। চমকপ্রদভাবে এই বৈঠকে হাজির ছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের স্ত্রী প্রণীত কৌর। উপস্থিত ছিলেন গুজরাটের বহিষ্কৃত কংগ্রেস নেতা শঙ্করসিন বাঘেলা। যিনি কিনা একসময় গুজরাটের মুখ্যমন্ত্রীও ছিলেন। গুজরাটের ভোটের ঠিক আগে আগে বাঘেলার এই উপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ। বৈঠকে হাজির ছিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডাও। যা চিন্তা বাড়াবে গান্ধীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement