Advertisement
Advertisement

Breaking News

Delhi

মাত্র ১ টাকায় মিলবে ভরপেট খাবার, দরিদ্রদের জন্য ক্যান্টিন চালু সাংসদ গৌতম গম্ভীরের

সকাল থেকে দুপুর পর্যন্ত চালু থাকবে এই ক্যান্টিন।

Re 1 meal in Gautam Gambhir's canteen in East Delhi | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:December 24, 2020 10:57 pm
  • Updated:December 24, 2020 10:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ দেশের জার্সিতে ব্যাট হাতে বরাবরই দুরন্ত পারফর্ম করেছেন। একার কাঁধে ম্যাচও জিতিয়েছেন অনেক। ক্রিকেট ছেড়ে রাজনীতির ময়দানেও সফল হয়েছেন। বর্তমানে তিনি BJP’র সাংসদ। এর পাশাপাশি নানা রকম সমাজ সেবামূলক কাজও করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর (Goutam Gambhir)।

আর এবার দুস্থ মানুষজনের পাশে দাঁড়াতে খুলে ফেললেন ক্যান্টিন। নিজের সংসদীয় কেন্দ্র পূর্ব দিল্লির দুস্থ জনসাধারণের সাহায্যে সস্তায় খাবারের বন্দোবস্ত করলেন তিনি। চালু করলেন ‘এক আশা ‌জন রসোই’ (Ek Asha Jan Rasoi) ক্যান্টিন‌।‌। যেখানে মাত্র ১ টাকায় মিলবে খাবার।

Advertisement

[আরও পড়ুন: বেজিংয়ের উৎকন্ঠা বাড়িয়ে জামিনে মুক্ত হংকংয়ের গণতন্ত্রকামী ধনকুবের জিমি লাই]‌

বৃহস্পতিবার দিল্লির (Delhi) গান্ধীনগরের কৈলাস কলোনী বাস স্টপে চালু করলেন প্রথম ক্যান্টিনটি। প্রতিদিন দুপুর সাড়ে ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত চালু থাকবে এই ক্যান্টিন। তবে এটিই প্রথম নয়। এরপর অশোক নগরেও  এরকম আরও একটি ক্যান্টিন খুলবেন ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার। সেটি চালু করা হবে সাধারণতন্ত্র দিবসে। সব মিলিয়ে পূর্ব দিল্লির ১০টি বিধানসভা এলাকায় অন্তত একটি করে ‘জন রসোই’ ক্যান্টিন চালু করার পরিকল্পনা রয়েছে গম্ভীরের। জানা গিয়েছে, পুরো প্রকল্পটি চলবে গৌতম গম্ভীরের ফাউন্ডেশন ও সাংসদের ব্যক্তিগত আর্থিক অনুদানে। এটি পরিচালনা করতে কোনওরকম সরকারি অনুদান নেওয়া হবে না।

[আরও পড়ুন: কাশ্মীরের বারামুলায় তুমুল গুলির লড়াই, পাকিস্তানি জইশ কমান্ডার-সহ খতম ২ জঙ্গি]‌

গান্ধীনগরের এই ‘‌জন রসোই’ ক্যান্টিনে রয়েছে‌ পুরোপুরি আধুনিক পরিষেবা। মাত্র ১ টাকায় পাওয়া যাবে খাবার। মেনুতে থাকবে ভাত, সব্জির তরকারি ও মুসুর ডাল। এশিয়ার সবচেয়ে বড় পাইকারি জামাকাপড়ের বাজারগুলির অন্যতম গান্ধীনগরের বহু মানুষ এতে উপকৃত হবেন। একসঙ্গে বসে খেতে পারবেন ১০০ জন, তবে কোভিড–১৯ কথা মাথায় রেখে বর্তমানে মাত্র ৫০ জন সেখানে একসঙ্গে বসতে পারবেন। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘‌‘‌আমি সবসময় মনে করি, জাতি–ধর্ম–বর্ণ ও আর্থিক অবস্থা নির্বিশেষে প্রত্যেকেরই স্বাস্থ্যকর ও ভাল গুণমানের খাবার পাওয়ার অধিকার আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও (Narendra Modi) লক্ষ্য দেশে যেন একজনও অনাহারে না থাকেন। এটা দেখে খুব কষ্ট হয় যে, গৃহহীন, দুঃস্থ লোকেরা দিনে দু’‌মুঠো খাবারও পান না!’‌’

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement