Advertisement
Advertisement

Breaking News

অসাধু ব্যাঙ্ককর্মীদের বিরু‌দ্ধে কড়া পদক্ষেপ রিজার্ভ ব্যাঙ্কের 

যে কোনও সময় ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে তথ্য জানতে চাইবে আরবিআই৷

RBI will take strict action against the biased bank employee
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 23, 2016 9:41 am
  • Updated:November 23, 2016 9:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে লক্ষ লক্ষ মানুষ ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে বাতিল হয়ে যাওয়া পাঁচশো, হাজার টাকার নোট বদল করছেন৷ অন্যদিকে, একশ্রেণির অসাধু ব্যবসায়ী, কালো টাকার মালিকের সঙ্গে হাত মিলিয়ে লক্ষ লক্ষ টাকার বাতিল নোট বেআইনিভাবে বদল বা জমা করতে সাহায্য করছেন কয়েকজন ব্যাঙ্ককর্মী৷ নানা মহল থেকে এমন অভিযোগ পেয়ে কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ ওই সমস্ত কর্মীদের বিরু‌দ্ধে কঠোর ব্যবস্থা নিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তারা নির্দেশ দিয়েছে৷ আরবিআই আরও জানিয়েছে, স্বল্প সময়ের নোটিসে নোট বদল ও তহবিল জমার বিষয়ে বিস্তারিত তথ্য দিতে যেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ তৈরি থাকে৷

গত ৮ নভেম্বর রাতে পাঁচশো, হাজার টাকার নোট বাতিল বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মঙ্গলবার এক নির্দেশে আরবিআই জানিয়েছে, ‘কিছু নির্দিষ্ট এলাকায় কয়েকটি ব্যাঙ্কের শাখায় নোট বদলে দুর্নীতিতে যুক্ত ব্যাঙ্ককর্মীরাই৷ অসাধু ব্যক্তিদের সঙ্গে হাত মিলিয়ে তাঁরা এ কাজ চালিয়ে যাচ্ছেন৷ বিষয়টি নজরে এসেছে৷ কঠোর নজরদারির মাধ্যমে অবিলম্বে তা বন্ধ না হলে ওই কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে ব্যাঙ্কগুলিকে৷’ বাতিল নোট বদল ও গ্রাহকদের অ্যাকাউন্টে জমার ক্ষেত্রে নির্দেশ কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে ব্যাঙ্কগুলিকে৷ এর আগে প্রতিটি ব্যাঙ্ককে কত বাতিল নোট জমা পড়েছে ও বদল হয়েছে, তার বিস্তারিত তথ্য তৈরি করতে বলা হয়েছিল৷ যার মধ্যে নিয়মিত ও অনিয়মিত গ্রাহকদের আলাদা তথ্য রাখার কথা৷ যে কোনও সময় সেই তথ্য ব্যাঙ্ককে জমা দিতে হতে পারে৷

Advertisement

আরবিআই জানিয়েছে, ৮২৫০০ এটিএম মেশিনে প্রয়োজনীয় যান্ত্রিক বদল করা হয়েছে৷ সেখান থেকে নতুন পাঁচশো ও দু’হাজারের নোট বের হবে৷ যা দেশের মোট এটিএমের প্রায় চল্লিশ শতাংশ৷ গ্রামীণ এলাকার চাহিদার কথা মাথায় রেখেই প্রয়োজনীয় বদল হয়েছে বলে জানিয়েছেন ক্যাশ লজিস্টিক অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি ঋতুরাজ সিনহা৷ যার ফলে প্রতিটি এটিএমে এখন ৫০-৬০ লক্ষ টাকা পর্যন্ত ভরা যাবে৷ এটিএমের সামনে লাইনও দ্রুত কমবে বলে আশা করেন তিনি৷ তাঁর আরও দাবি, দৈনিক ১২-১৪ হাজার এটিএমে যান্ত্রিক পরিবর্তন করা হচ্ছে৷ পাশাপাশি, ব্যাঙ্কিং লেনদেনের জন্য টেলিকম সংস্থাগুলি যে শর্ট কোড মেসেজ পাঠায়, ৩১ ডিসেম্বর পর্যন্ত তার জন্য কোনও পয়সা লাগবে না৷

এদিকে, ৮ ডিসেম্বর কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলার শুনানি করবে দিল্লি হাই কোর্ট৷ বিভিন্ন হাই কোর্টে এই ইস্যুতে দায়ের হওয়া মামলায় স্থগিতাদেশ চেয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে৷ তাই শীর্ষ আদালতের রায় জেনে তারপরই এ বিষয়ে শুনানির সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিচারপতি জি রোহিনী ও বিচারপতি ভি কে রাওয়ের বেঞ্চ৷ ব্যবসায়ী পূজা মহাজন আদালতে আবেদন করেন, কেন্দ্রের সিদ্ধান্ত বেআইনি৷ দু’হাজার টাকার নোট বাতিলের আবেদনও জানান তিনি৷ এদিকে, স্বল্প সঞ্চয় প্রকল্পে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট জমা করা যাবে না, জানাল অর্থমন্ত্রক৷ এবার সমবায়গুলিকে অর্থ দেবে ব্যাঙ্ক৷ একইসঙ্গে বিয়ের ক্ষেত্রে টাকা তোলায় নিয়ম শিথিল করা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement