সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাশলেস লেনদেনে আরও উৎসাহ জোগাতে এবার নয়া পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক৷ এবার থেকে সার্ভিস চার্জ ধার্য করার সিদ্ধান্ত ব্যাঙ্কগুলির উপরেই ছাড়ল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ শুক্রবার লোকসভায় এই কথা জানিয়েছেন অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সন্তোষ কুমার গাংগওয়ার৷
আরবিআই সিদ্ধান্ত নিয়েছে, আগামী মার্চ মাস পর্যন্ত কোনও ব্যাঙ্ক গ্রাহকদের কাছ থেকে ১০০০ টাকা পর্যন্ত লেনদেনের জন্য কোনও লেভি নিতে পারবে না৷ তবে লেনদেন করতে হবে আইএমপিএস, ইউএসএসডি, ইউপিআই মারফত৷ ছাড় দেওয়া হয়েছে রুপে কার্ডের সুইচিং ফি-এর উপরেও৷ এছাড়াও ডেবিট, ক্রেডিট বা অন্যান্য পেমেন্ট কার্ড মারফত ২০০০ টাকা পর্যন্ত যে কোনও লেনদেনেও কোনও সার্ভিস চার্জ দিতে হবে না৷
পাশাপাশি, ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেটও ব্যাঙ্কগুলিই ঠিক করতে পারবে বলেও জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে৷ আরবিআইয়ের নির্দেশিকা মেনে ব্যাঙ্কের শীর্ষ কর্তারাই ক্রেডিট কার্ডের বকেয়া টাকার উপরে ইন্টারেস্ট রেট ধার্য করতে পারবেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.