Advertisement
Advertisement
২০ টাকা

ঐতিহ্যকে সাক্ষী করে নতুন ২০ টাকার নোট চালু করছে আরবিআই

কী এমন থাকছে নতুন নোটে?

RBI to release new rupees 20 bank notes very soon
Published by: Subhajit Mandal
  • Posted:April 27, 2019 2:07 pm
  • Updated:April 27, 2019 2:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০, ২০০, ১০০, ৫০ এবং ১০ টাকার পর এবার ২০ টাকারও নতুন নোট আনছে রিজার্ভ ব্যাংক। এই ২০ টাকার নোটগুলি পুরনো নোটের থেকে অনেকটাই আলাদা। নতুন নোটটির প্রধান বৈশিষ্ট এর রং। এটি সবুজাভ হলুদ রঙের হতে চলেছে। আরবিআইয়ের তরফে একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে।

[আরও পড়ুন: বিজেপির পাশেই আম্বানি পরিবার! এবার প্রধানমন্ত্রীর সভায় মুকেশ-পুত্র]

নতুন নোটগুলিও পুরনো নোটের মতোই মহাত্মা গান্ধী সিরিজের। খুব শীঘ্রই নতুন নোটগুলি বাজারে আসতে চলেছে। শক্তিকান্ত দাস গভর্নর হওয়ার পর এই প্রথম নতুন কোনও নোট আনছে শীর্ষ ব্যাংক। নতুন নোটেও শক্তিকান্ত দাসের ছবি থাকবে। নতুন নোটের বিশেষত্ব হল, এই নোটের মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করছে রিজার্ভ ব্যাংক। বিবৃতিতে জানানো হয়েছে, নতুন নোটে থাকছে অজন্তা এবং ইলোরা গুহাচিত্রের ছবি।

Advertisement

[আরও পড়ুন: পাঁচ বছরে সম্পত্তি বেড়েছে ৫২ শতাংশ, হলফনামায় জানালেন মোদি]

ছবি-সহ বিবৃতিতে বলা হয়েছে, নতুন নোটগুলি হবে সবুজ ও হলুদ রং মেশানো। নোটের মাপ ৬৩/ ১২৯ মিলিমিটার। আর পাঁচটা নোটের মতোই নতুন ২০ টাকার নোটের সামনের দিকে থাকছে মহাত্মা গান্ধীর ছবি। মহাত্মার ছবির ডান পাশে থাকছে অশোক স্তম্ভ ও ইলেকট্রোটাইপ ২০ সংখ্যার জলছাপ। অন্য পিঠে থাকছে অজন্ত ইলোরা গুহাচিত্র। নোটের পিছনে ইংরেজি এবং দেবনাগরী দুই সংখ্যাতে ২০ লেখা থাকছে। মাঝ বরাবর থাকছে আণুবীক্ষণিক আরবিআই, ভারত, ইন্ডিয়া এবং ২০ লেখা। তার উপরেই থাকছে আরবিআইয়ের নতুন গভর্নর শক্তিকান্ত দাসের সই। নোট বাতিলের পর থেকেই একে একে সব নোটেরই রং বদলে দিচ্ছে রিজার্ভ ব্যাংক। এবার ২০ টাকারও রং বদলাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement