সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ২০ ও ৫০ টাকার নোট আনার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। এবার দেশের বাজারে আসতে চলেছে নয়া ১০০ টাকার নোট। মঙ্গলবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানিয়ে দেওয়া হল শীঘ্রই বাজারে এই নতুন নোট চালু হয়ে যাবে।
পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর ৫০০ ও ২০০০ টাকার নয়া নোট নিয়ে এসেছে আরবিআই৷ তবে নতুন ১০০ টাকার নোটে বিশেষ কোনও পরিবর্তন আসবে না বলেই জানানো হয়েছে। ২০০৫ সিরিজের মহাত্মা গান্ধীর নোটের মতোই দেখতে হবে এই নোট। নোটের আকার এবং সুরক্ষা বৈশিষ্ট্য মোটামুটি একই থাকবে। তবে ইনসেট লেটার এতে থাকবে না। আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলের সই করা নোটে বছরের জায়গায় ২০১৬ সালের উল্লেখ থাকবে। তাহলে পুরনো ১০০ টাকার নোটগুলির কী হবে? রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, পুরনো ২০ এবং ৫০ টাকার নোটের মতো পুরনো ১০০ টাকার নোটও সচল থাকবে। তাই সাধারণ মানুষের দুশ্চিন্তার কোনও কারণ নেই। তবে ঠিক কবে থেকে বাজারে এই নয়া নোট আসছে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.