Advertisement
Advertisement

Breaking News

আগামী মাসেই বাজারে নতুন ১০০ টাকার নোট, ঘোষণা রিজার্ভ ব্যাংকের

নোটে থাকবে গুজরাটের ‘রানি কি বাও’৷

RBI to introduce new Rs 100 notes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 19, 2018 6:11 pm
  • Updated:July 19, 2018 6:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০,৫০,৫০০-র পর এবার ১০০ টাকার নতুন নোট আসতে চলেছে বাজারে৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানান হয়েছে, আগামী মাসের মধ্যেই বাজারে আসবে ওই ১০০ টাকার নোট৷ নতুন নোট বাজারে এলেও, চলবে পুরনো নোট৷

[আস্থা ভোটের আগে স্বস্তি কেন্দ্রের, বিজেপির পক্ষেই ভোট দেবে শিব সেনা]

আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, ল্যাভেন্ডার রংয়ের হবে নতুন ১০০ টাকার নোট৷ এই নোটের মাপ হবে প্রস্থে ৬৬ মিলিমিটার৷ দৈর্ঘ্যে ১৪২ মিলিমিটার হবে নতুন নোট৷  নতুন ১০০ টাকার নোট বর্তমানের থেকে আয়তনে অনেকটাই ছোট৷ অথচ নতুন ১০ টাকার নোটের থেকে বড় হবে ওই নোট৷ এই নোটে সংস্কৃত ভাষায় লেখা থাকবে ১০০ সংখ্যাটি৷ এছাড়াও থাকবে মহাত্মা গান্ধীর ছবি, অশোকস্তম্ভ৷

Advertisement

নোটের পেছন দিকে থাকবে গুজরাটের ঐতিহ্যশালী ‘রানি কি বাও’৷ ২০১৪ সালে ইউনেস্কো ‘রানি কি বাও’-কে হেরিটেজের স্বীকৃতি দেয়৷ নতুন ১০০ টাকার নোটে ভবনটিকেও রাখার সিদ্ধান্তে খুশি গুজরাটবাসী৷ এছাড়াও নোটের পিছনের দিকে থাকবে স্বচ্ছ ভারতের লোগো ও স্লোগান৷

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে জানান হয়েছে,  আগামী মাসের মধ্যেই বাজারে আসবে নতুন এই ১০০ টাকার নোট৷ বাজারে আসার কয়েকদিনের মধ্যেই মানুষের হাতে হাতে ওই নতুন নোট দেখা যাবে বলেই আশা আরবিআই কর্তাদের৷

[হাঁটুজলে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ, ছবি পোস্ট করে কুর্নিশ গুল পানাগের]

২০১৬ সালের ৮ নভেম্বর পাঁচশো ও হাজার টাকার নোট বাতিলের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর্থিক ব্যবস্থা থেকে কালো টাকা নির্মূল করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন তিনি। নোটবন্দির পর নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট প্রকাশ করে আরবিআই। দেশের অর্থনীতি থেকে রাতারাতি বাতিল হয়ে যায় প্রায় ৮৬ শতাংশ পুরনো নোট। আরবিআইয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১,৭১৬ কোটি নোট ছিল ৫০০ টাকার ও ১০০০ টাকার নোট ছিল ৬৮৫.৮ কোটি। মোট ১৫.৪৪ কোটি নোট ছিল বাজারে। এর ধাপে ধাপে বাজারে আসে ১০, ৫০ টাকার নতুন নোট। ২০০ টাকার নোটও বাজারে ছেড়েছে আরবিআই।

[মধ্যবিত্তের জন্য সুখবর, ৫ মাসের মধ্যে সর্বনিম্ন সোনার দাম]

উজ্জ্বল হলুদ রংয়ের নতুন ২০ ০টাকার নোটে রয়েছে সাঁচি স্তূপের ছবি৷ চকোলেট-বাদামি রংয়ের ১০ টাকার নোটে রয়েছে কোণারকের সূর্য মন্দির৷ নীলচে রংয়ের ৫০ টাকার নোটেও রয়েছে ইউনেসকো অনুমোদিত কর্ণাটকের হাম্পির পাথরের রথের প্রতিকৃতি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement