সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০,৫০,৫০০-র পর এবার ১০০ টাকার নতুন নোট আসতে চলেছে বাজারে৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানান হয়েছে, আগামী মাসের মধ্যেই বাজারে আসবে ওই ১০০ টাকার নোট৷ নতুন নোট বাজারে এলেও, চলবে পুরনো নোট৷
আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, ল্যাভেন্ডার রংয়ের হবে নতুন ১০০ টাকার নোট৷ এই নোটের মাপ হবে প্রস্থে ৬৬ মিলিমিটার৷ দৈর্ঘ্যে ১৪২ মিলিমিটার হবে নতুন নোট৷ নতুন ১০০ টাকার নোট বর্তমানের থেকে আয়তনে অনেকটাই ছোট৷ অথচ নতুন ১০ টাকার নোটের থেকে বড় হবে ওই নোট৷ এই নোটে সংস্কৃত ভাষায় লেখা থাকবে ১০০ সংখ্যাটি৷ এছাড়াও থাকবে মহাত্মা গান্ধীর ছবি, অশোকস্তম্ভ৷
নোটের পেছন দিকে থাকবে গুজরাটের ঐতিহ্যশালী ‘রানি কি বাও’৷ ২০১৪ সালে ইউনেস্কো ‘রানি কি বাও’-কে হেরিটেজের স্বীকৃতি দেয়৷ নতুন ১০০ টাকার নোটে ভবনটিকেও রাখার সিদ্ধান্তে খুশি গুজরাটবাসী৷ এছাড়াও নোটের পিছনের দিকে থাকবে স্বচ্ছ ভারতের লোগো ও স্লোগান৷
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে জানান হয়েছে, আগামী মাসের মধ্যেই বাজারে আসবে নতুন এই ১০০ টাকার নোট৷ বাজারে আসার কয়েকদিনের মধ্যেই মানুষের হাতে হাতে ওই নতুন নোট দেখা যাবে বলেই আশা আরবিআই কর্তাদের৷
২০১৬ সালের ৮ নভেম্বর পাঁচশো ও হাজার টাকার নোট বাতিলের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর্থিক ব্যবস্থা থেকে কালো টাকা নির্মূল করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন তিনি। নোটবন্দির পর নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট প্রকাশ করে আরবিআই। দেশের অর্থনীতি থেকে রাতারাতি বাতিল হয়ে যায় প্রায় ৮৬ শতাংশ পুরনো নোট। আরবিআইয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১,৭১৬ কোটি নোট ছিল ৫০০ টাকার ও ১০০০ টাকার নোট ছিল ৬৮৫.৮ কোটি। মোট ১৫.৪৪ কোটি নোট ছিল বাজারে। এর ধাপে ধাপে বাজারে আসে ১০, ৫০ টাকার নতুন নোট। ২০০ টাকার নোটও বাজারে ছেড়েছে আরবিআই।
উজ্জ্বল হলুদ রংয়ের নতুন ২০ ০টাকার নোটে রয়েছে সাঁচি স্তূপের ছবি৷ চকোলেট-বাদামি রংয়ের ১০ টাকার নোটে রয়েছে কোণারকের সূর্য মন্দির৷ নীলচে রংয়ের ৫০ টাকার নোটেও রয়েছে ইউনেসকো অনুমোদিত কর্ণাটকের হাম্পির পাথরের রথের প্রতিকৃতি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.