Advertisement
Advertisement

Breaking News

শীঘ্রই নয়া ১০০০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক

নোট ছাপাও শুরু হয়ে গিয়েছে বলে খবর।

RBI to introduce new 1000 rs note, printing underway
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 21, 2017 8:05 am
  • Updated:February 21, 2017 8:16 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া ১০০০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক। গত বছর ৮ নভেম্বর পুরনো ৫০০, ১০০০ টাকার নোট বাতিল করার পর নয়া ৫০০ এবং ২০০০ টাকার নোট এনেছিল কেন্দ্র। কিন্তু গুঞ্জন চলছিল, ফের ১০০০ টাকার নোট বাজারে ফিরিয়ে আনতে পারে সরকার। সেই মতো এই নয়া ১০০০ টাকার নোট ছাপাও শুরু করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, নয়া ১০০০ টাকার নোট ছাপা শুরু হয়ে গিয়েছে। বাজারে আসা স্রেফ সময়ের অপেক্ষা।

(কুপ্রস্তাব দিয়েছিল টিভি চ্যানেলের কর্তা, টুইটারে সরব অভিনেত্রী)

সূত্রের খবর, এই নয়া নোট জানুয়ারিতেই আনত সরকার। কিন্তু নয়া ৫০০ টাকার নোটের অত্যাধিক চাহিদার জন্য তখন নয়া ১০০০ টাকার নোটের ছাপার প্রক্রিয়া শুরু করা যায়নি। কিন্তু এই নোট কবে থেকে বাজারে আসবে সে বিষয়ে এখনও জানা যায়নি। তবে নয়া ২০০০ টাকার নোটের লেনদেনে আরও সুলভে করার জন্যই নয়া ১০০০ টাকার নোট বাজারে আনা হচ্ছে বলে জানানো হয়েছে রিপোর্টে।

Advertisement

(এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াও লেনদেন করা যাবে আধারের সাহায্যে)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement