Advertisement
Advertisement

রিজার্ভ ব্যাঙ্কের কোপে ৫ ব্যাঙ্ক

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ককেও দিতে হবে জরিমানা৷

RBI slaps fine on 5 foreign banks for violating FEMA rules
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 22, 2016 12:34 pm
  • Updated:December 22, 2016 12:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থা লঙ্ঘনের অভিযোগে পাঁচটি বিদেশি ব্যাঙ্ককে জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ কেন্দ্রীয় ব্যাঙ্কের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই৷ যে সমস্ত ব্যাঙ্কগুলিকে জরিমানা দিতে হবে সেগুলি হল, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক, ডয়চে ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ আমেরিকা, ব্যাঙ্ক অফ টোকিও-মিতসুবিসি ও রয়্যাল ব্যাঙ্ক অফ স্কটল্যান্ড৷

১৯৯৯ সালের ‘ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট’ বা এফইএমএ লঙ্ঘনের অভিযোগ উঠেছে ওই পাঁচটি বিদেশি ব্যাঙ্কের বিরুদ্ধে৷ জার্মানির ডয়চে ব্যাঙ্ককে জরিমানা দিতে হবে ২০ হাজার টাকা, বাকিদের কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে৷ ইতিমধ্যেই সবকটি ব্যাঙ্কের কাছে রিজার্ভ ব্যাঙ্কের নোটিশ পৌঁছে গিয়েছে৷ অভিযুক্ত ব্যাঙ্কগুলির কাছ থেকে লিখিত উত্তরও মিলেছে৷ তারপরই কেন্দ্রীয় ব্যাঙ্ক জরিমানার নির্দেশ লাগু করেছে৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement