সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ভারত। ধাক্কা খেয়েছে উৎপাদন। কাজ হারিয়েছে হাজার-হাজার মানুষ। যার দরুণ ধাক্কা খেয়েছে ভারতের আর্থিক বৃদ্ধিও। অনেকটা পিছিয়ে পড়েছে ভারত। আর এই ক্ষতি পূরণ হতে সময় লাগবে ১২ বছর। এমনই বলছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রিপোর্ট (Reserve Bank of India)।
গত কয়েক বছরের দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে আরবিআই (RBI)। আর তাতে দেশের আর্থিক দুরবস্থার কথা উঠে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, করোনার (Corona Virus) জন্য ভারতের উৎপাদন ক্ষেত্রে ৫২ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি পূরণ করতে ১২ বছর সময় লেগে যাবে। ২০৩৪-২০৩৫ সালে ঘুরে দাঁড়াতে পারে ভারতীয় অর্থনীতি।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, “২০২০-২০২১ অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি ৬.৬ শতাংশ সংকুচিত হয়। ২০২১-২০২২ অর্থবর্ষে আবার করোনা কাঁটা কাটিয়ে আর্থিক বৃদ্ধি দাঁড়িয়েছিল ৮.৯ শতাংশ। মনে করা হচ্ছে, ২০২২-২০২৩ অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি হতে পারে ৭.২ শতাংশ।” রিপোর্ট আরও বলা হয়েছে, ২০২০ সাল থেকে বিশ্বে আছড়ে পড়েছে করোনা মহামারীর একের পর এক ঢেউ। যার প্রভাব পড়েছে ভারতীয় অর্থনীতিতেও। করোনার সঙ্গে দোসর হয়েছে যুদ্ধ পরিস্থিতি।
আরবিআই বলছে, করোনার প্রথম ধাক্কা সামলে উঠে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল উৎপাদন ক্ষেত্র। কিন্তু ২০২১ সালের এপ্রিল মাসে ফের আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ। যার জেরে ফের থমকে গিয়েছিল অর্থনীতির চাকা। তৃতীয় ঢেউয়ের ক্ষেত্রেও তাই হয়েছিল।
আরবিআইয়ের রিপোর্ট অনুযায়ী, ২০২০-২০২১ অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির (Indian Economy) ১৯.১ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছিল। ২০২১-২০২২ সালে ক্ষতির হয়েছিল ১৭.১ লক্ষ কোটি টাকা। ২০২২-২০২৩ অর্থবর্ষ সেই ক্ষতির পরিমাণ কমে দাঁড়াল ১৬.৪ লক্ষ কোটি টাকা। তবে আরবিআই পূর্বাভাস, করোনা পরিস্থিতিতে ভারতের যা ক্ষতি হয়েছে, তা পূরণ করতে আরও ১২ বছর সময় লাগবে। ২০৩৪-২৫ সালে ঘুরে দাঁড়াতে পারে ভারতের অর্থনীতি, মনে করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.