সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় ধাক্কা খেল কেন্দ্র৷ দেশ জুড়ে তীব্র বিরোধিতার মুখে ফের সিদ্ধান্ত বদল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার৷ পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটে একবারই পাঁচ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্কে জমা দেওয়ার যে নিয়ম লাগু করেছিল রিজার্ভ ব্যাঙ্ক, বুধবার তা প্রত্যাহার করে নেওয়া হল৷এখন থেকে পুরনো নোটে যত খুশি টাকা জমা দেওয়া হবে ব্যাঙ্কে৷
এদিন রিজার্ভ ব্যাঙ্কের এই নির্দেশের খবর জানিয়েছে সংবাদসংস্থা এএনআই৷ রিজার্ভ ব্যাঙ্কের ওই নিয়মের ফলে দেশের সাধারণ মানুষ বিপাকে পড়েন৷ অনেকেই ভেবেছিলেন, ব্যাঙ্কের ভিড় একটু কমলে পুরনো নোট জমা দেবেন৷ কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করে, ৩০ ডিসেম্বর পর্যন্ত একবারই পুরনো নোটে ৫ হাজার টাকা বা তার বেশি জমা দেওয়া যাবে৷ তার চেয়ে বেশি জমা দিতে গেলে ওই অ্যাকাউন্ট আয়কর বিভাগের নজরের আওতায় চলে আসবে৷ যাঁরা টাকা জমা দিতে আসবেন, ব্যাঙ্ক চাইলে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারে৷ বুধবার রিজার্ভ ব্যাঙ্ক ওই নিয়ম প্রত্যাহার করায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন দেশের আম নাগরিকরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.