Advertisement
Advertisement
RBI

৫০ হাজার টাকার বেশি তোলা যাবে না এই ব্যাংক থেকে, নির্দেশিকা আরবিআইয়ের

পূর্ব অনুমোদন ছাড়া নতুন করে কোনও গ্রাহককে ঋণও দিতে পারবে না ব্যাংকটি।

RBI imposes curbs on National Coop Bank। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 26, 2023 12:16 pm
  • Updated:July 26, 2023 12:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাংকের রুগ্‌ণ আর্থিক দশার জের! নির্দেশিকা জারি করে আরবিআই জানাল বেঙ্গালুরুর ন্যাশনাল কো-অপারেটিভ ব্যাংক (National Coop Bank) থেকে অ‌্যাকাউন্ট পিছু ৫০,০০০ টাকার বেশি ডিপোজিট উইথড্রয়াল করা যাবে না। পাশাপাশি ওই ব‌্যাংক আরবিআইয়ের তরফে পূর্ব অনুমোদন ছাড়া নতুন করে কোনও গ্রাহককে ঋণও দিতে পারবে না।

পাশাপাশি নতুন করে কারও কাছ থেকে ডিপোজিটও গ্রহণ করতে পারবে না বলেই নির্দেশিকায় জানানো হয়েছে। শুধু তাই নয়। রিজার্ভ ব‌্যাংকের বিবৃতি অনুযায়ী, বেঙ্গালুরুর ব‌্যাংকটিতে ডিপোজিট ইনসিওরেন্স এবং ক্রেডিট গ‌্যারান্টি কর্পোরেশন থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট ইনসিওরেন্স ‘ক্লেম’ পেতে পারবেন ডিপোজিটররা।

Advertisement

[আরও পড়ুন: ডেটিং অ্যাপে আলাপ, হোটেলে ডেকে তরুণীকে ধর্ষণ ‘প্রেমিকের’]

লক্ষ‌ণীয়, ন্যাশনাল কো-অপারেটিভ ব‌্যাংক তথা জাতীয় সমবায় ব‌্যাংকের রুগ্‌ণ আর্থিক পরিস্থিতি নিরীক্ষণ করে আরবিআই একগুচ্ছ নির্দেশিকা জারি করলেও তাদের ব‌্যাঙ্কিং লাইসেন্স কিন্তু বাতিল করেনি। ফলে যতদিন না তাদের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হয়, ততদিন ব‌্যাঙ্কটি চালু থাকবে-ব‌্যাঙ্কিং পরিষেবা দিয়ে যাবে। ভবিষ‌্যতে পরিস্থিতি পুনরায় পর্যবেক্ষণ করে নির্দেশিকায় রদবদল আনতে পারে RBI।

[আরও পড়ুন: লোকসভায় হাতছাড়া হতে পারে বাংলার ৩ আসন, আরও পাঁচে জয় নিয়ে সংশয়! চিন্তায় কেন্দ্রীয় BJP]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement