Advertisement
Advertisement

Breaking News

করদাতাদের জন্য বিশেষ সুবিধা, বাড়ানো হল UPI-এ কর দেওয়ার উর্ধ্বসীমা

বৃহস্পতিবার এই কথা ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। 

RBI has raised the tax payment limit through UPI
Published by: Anwesha Adhikary
  • Posted:August 8, 2024 11:43 am
  • Updated:August 8, 2024 12:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করদাতাদের জন্য এবার বিশেষ সুবিধা ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। ইউপিআইয়ের মাধ্যমে কর দেওয়ার উর্ধ্বসীমা একলাফে বাড়িয়ে দেওয়া হল। এর আগে সর্বোচ্চ ১ লক্ষ টাকা কর দেওয়া যেত অনলাইন পেমেন্টের মাধ্যমে। এবার সেই সীমা বাড়িয়ে দেওয়া হল ৫ লক্ষ টাকা পর্যন্ত। বৃহস্পতিবার এই কথা ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। 

বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, করদাতাদের সুবিধার জন্য অনলাইনে কর মেটানোর ক্ষেত্রে উর্ধ্বসীমা বাড়িয়ে দেওয়া হবে। বর্তমানে সর্বোচ্চ ১ লক্ষ টাকা কর মেটানো যায় ইউপিআইয়ের মাধ্যমে। বিশেষ কয়েকটি ক্ষেত্রে অবশ্য এই উর্ধ্বসীমায় ছাড় রয়েছে। সেই উর্ধ্বসীমা এবার বাড়িয়ে ৫ লক্ষ টাকা করে দেওয়া হল। 

Advertisement

[আরও পড়ুন: আগামী মাসেই রাজ্যসভার ১২ আসনে নির্বাচন, শক্তি বাড়বে বিজেপির?

এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেপো রেট নিয়েও। এর আগে পর পর ৮ ত্রৈমাসিকে রেপো রেট বাড়ানো হয়নি। অথচ পাল্লা দিয়ে বাড়ছিল মুদ্রাস্ফীতি। অনেকের ধারণা ছিল, ভোটের পর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে সুদের হার খানিকটা বাড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু ভোটের ফলের পরও সুদের হার বাড়ানো হল না। আগামী তিন মাসের জন্য রেপো রেট থাকছে ৬.৫ শতাংশ।

২০২২ সালের মে মাস থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৫০ বেসিস পয়েন্ট বেড়েছে রেপো রেট। যার ফলে সামগ্রিকভাবে ব্যবসায়ী থেকে ঋণগ্রহীতা সাধারণ মানুষ, সকলকেই সমস্যায় পড়তে হয়েছে। মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে গিয়ে সেই সাধারণ মানুষের উপরেই আর্থিক চাপ বাড়ছিল। বাড়ি, গাড়ির ঋণের উপরে সুদের হারও টানা বাড়ছিল। গত বছর থেকে অবশ্য সেটা থেকে বিরাম মিলেছে। ২০২৩-২৪ অর্থবর্ষে একবারও রেপো রেট বাড়ানো হয়নি। ২০২৪-২৫ অর্থবর্ষের শুরুতেও সুদের হার অপরিবর্তিত রাখারই সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি।

[আরও পড়ুন: জম্মু সামলাবে দেশের প্রাচীন আধাসামরিক বাহিনী! জঙ্গি দমনে নয়া কৌশল কেন্দ্রের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement