সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর উর্জিত প্যাটেলকে হুমকি ই-মেল পাঠানোর অভিযোগে নাগপুর থেকে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গত ২৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাঙ্কের শীর্ষকর্তাকে ই-মেল করে পদ থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয় অভিযুক্ত বৈভব বাদ্দলওয়ার নামে এক ব্যক্তি৷ পদ থেকে সরে না দাঁড়ালে প্যাটেলকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয় ওই ই-মেলে৷
আরবিআই-এর জেনারেল ম্যানেজার বৈভব চতুর্বেদীর কাছ থেকে অভিযোগ পেয়েই ওই ঘটনার তদন্তে নামেন মুম্বইয়ের ডেপুটি পুলিশ কমিশনার (সাইবার) অখিলেশ কুমার সিং৷ পুলিশ সূত্রে খবর, গভর্নর পদ থেকে সরে না দাঁড়ালে প্যাটেলের পরিবারের সদস্যদেরও খুনের হুমকি দেয় অভিযুক্ত৷ তদন্তে নেমে নাগপুরের একটি সাইবার ক্যাফে থেকে ওই ব্যক্তি প্যাটেলকে হুমকি মেল পাঠায় বলে জানতে পারে পুলিশ৷ অভিযুক্তকে গ্রেপ্তার করার পর আদালতে তোলা হলে তার পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ম্যাজিস্ট্রেট কোর্ট৷ জেরায় নিজের দোষ কবুল করেছে অভিযুক্ত, দাবি পুলিশের৷
তবে ঠিক কী কারণে ওই ব্যক্তি প্যাটেলকে খুনের হুমকি দিয়েছে, সেই বিষয়ে এখনও স্পষ্ট তথ্য পায়নি পুলিশ৷ ধৃতের মানসিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে৷ তল্লাশি চালানো হয়েছে তার বাড়িতেও৷ সূত্রের খবর, ধৃত বেকার যুবক বিদেশ থেকে তার পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির পড়াশোনা শেষ করেছে৷ ঘটনার তদন্ত জারি থাকবে বলে জানিয়েছে পুলিশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.