সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ চাপানউতোরের পর অবশেষে ইস্তফা দিলেন আরবিআইয়ের গভর্নর উর্জিত প্যাটেল। দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে টানাপোড়েনের পর মঙ্গলবার ইস্তফার সিদ্ধান্ত নেন আরবিআইয়ের গভর্নর। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে এমনটাই খবর। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্যাটেল।
Urjit R. Patel: On account of personal reasons, I have decided to step down from my current position (RBI Governor) effective immediately. It has been my privilege and honour to serve in the Reserve Bank of India in various capacities over the years (File pic) pic.twitter.com/PAxQIiQ3hV
— ANI (@ANI) December 10, 2018
রিজার্ভ ব্যাংক এবং সরকারের মধ্যে বিরোধের খবর বেশ কিছুদিন ধরেই প্রকাশ্যে আসছিল। কেন্দ্রের সঙ্গে রিজার্ভ ব্যাংকের মূলত যে তিনটি বিষয়ে বিরোধ দেখা দিয়েছিল, তার মধ্যে অন্যতম হল তাদের হাতে থাকা সঞ্চিত অর্থ। সরকারের দাবি ছিল, ওই অর্থ ভোটের আগে উন্নয়নের কাজে লাগানো যেতে পারে। তাছাড়া ব্যাংকগুলির বিপুল এনপিএ এবং মূলধনের অভাব সংক্রান্ত শীর্ষ ব্যাংকের বিধিনিষেধ নিয়েও কেন্দ্র উদ্বেগ প্রকাশ করে। আরবিআই ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে ঋণ দেওয়ার পরিমাণে নিয়ন্ত্রণ আনতে এবং নিজেদের মূলধন বাড়াতে নির্দেশ দিয়েছিল। এনবিএফসি কিংবা এমএসএমই-র ক্ষেত্রে ঋণের প্রশ্নে ব্যাংক বলেছিল, বাজারে যথেষ্ট অর্থের জোগান রয়েছে। অথচ, সরকার চাইছিল ব্যাংকগুলি এই ক্ষেত্রগুলিতেই, বিশেষ করে এমএসএমই-তে আরও বেশি করে ঋণ দিক। এই নিয়ে রাজনৈতিক বিতর্কেরও সূত্রপাত হয়।
আরবিআইয়ের ডেপুটি গভর্নর বিরল আচার্য্য প্রকাশ্যেই অভিযোগ করেছিলেন, শীর্ষ ব্যাংকের কাজে হস্তক্ষেপ করছে সরকার। রিজার্ভ ব্যাংকের স্বয়ংক্রিয়তার উপরও হস্তক্ষেপ করা হচ্ছে। এরপরই অর্থমন্ত্রক এবং শীর্ষ ব্যাংকের মধ্যে বিবাদের খবর প্রকাশ্যে আসে। তখন থেকেই উর্জিতের পদত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়। অবশেষে সোমবার কেন্দ্রকে পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন তিনি। ইস্তফার পিছনে ব্যক্তিগত কারণ দেখালেও এই সংঘাতকেই মূল কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল। লোকসভার আগে উর্জিতের সরে যাওয়া সরকারের ভাবমূর্তির জন্য বড় ধাক্কা বলেই মত ওয়াকিবহাল মহলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.