সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সপ্তাহেই হঠাৎ দু’হাজার টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া ঘিরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে নোটবন্দির। ২০১৬ সালে রাতারাতি বাজার থেকে পাঁচশো এবং এক হাজার টাকার নোট তুলে নিয়ে নতুন নোট প্রবর্তনের আতঙ্কের দিনগুলির জন্য শঙ্কার প্রহর গুনছেন সাধারণ মানুষ। যদিও এবার সময় রয়েছে তুলনায় বেশ অনেকটাই বেশি। তবুও মানুষের আতঙ্ক কমেনি। তবে রিজার্ভ ব্যাংকের তরফে ফের সাফাই দেওয়া হল, এই পদ্ধতি কোনওভাবেই নোটবন্দি নয়।
২০১৬ সালের শেষে বাজারে আসা দু’হাজার টাকার গোলাপি নোট বাজার থেকে তুলে নেওয়া আসলে নগদ লেনদেনের ব্যবস্থাপনারই অঙ্গ। শুক্রবার দিল্লি হাই কোর্টে এমনই দাবি করা হল রিজার্ভ ব্যাংকের তরফে। বাজার থেকে নোট তুলে নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় দিল্লি হাই কোর্টে (Delhi High Court)। যেখানে আইনজীবী রজনীশ ভাস্কর গুপ্ত কোর্টের কাছে দাবি করেন, এককভাবে নোট বাতিলের এই সিদ্ধান্ত নেওয়ার জন্য রিজার্ভ ব্যাংকের কাছে উপযুক্ত এক্তিয়ার নেই।
অর্থনীতির উপরেও এর কোনও নেতিবাচক প্রভাব পড়বে না বলে আদালতকে জানিয়েছেন আরবিআইয়ের আইনজীবী। যদিও দায়ের হওয়া মামলায় ভাস্কর গুপ্ত অভিযোগ জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্কের সার্কুলারে এটা স্পষ্ট নয়, কেন হঠাৎ এই নোট তুলে নেওয়া এবং এর প্রয়োগ কীভাবে হবে। বাজারে ব্যবসায়ীরা ইতিমধে্যই নোট তুলে নেওয়ার খবরে আতঙ্কিত হয়ে দু’হাজারের নোট নিতে চাইছেন না যার জেরে মানুষ বিপদে পড়ছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.