Advertisement
Advertisement

পেমেন্ট ব্যাঙ্ক খুলছে Paytm, মিলল রিজার্ভ ব্যাঙ্কের ছাড়পত্র

কী এই পেমেন্ট ব্যাঙ্ক?

RBI Approves Paytm to launch Payments Bank
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 4, 2017 10:02 am
  • Updated:January 4, 2017 10:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান৷ গ্রাহকদের আরও উন্নত মানের পরিষেবা দিতে প্রস্তুত Paytm৷ অর্থাৎ ক্যাশলেস লেনদেনের পথে দেশবাসীকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর এই ই-ওয়ালেট কোম্পানি৷

কীভাবে? বেসরকারি সংস্থাটির কর্ণধার বিজয় শেখর শর্মা জানিয়ে দিলেন, Paytm পেমেন্ট ব্যাঙ্ক খোলার বিষয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) থেকে সবুজ সঙ্কেত পেয়েছে তারা৷ আর তাই শীঘ্রই চালু হতে চলেছে Paytm-এর ব্যাঙ্কিং পরিষেবা৷ ২০১৫-তে পেমেন্ট ব্যাঙ্ক খোলার অনুমতি পেয়েও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি Paytm৷ তবে এবার তেমনটা করবে না সংস্থা৷ গত নভেম্বর রাজস্থানে পেমেন্ট ব্যাঙ্ক খুলেছিল এয়ারটেল৷ সেটিই দেশের প্রথম পেমেন্ট ব্যাঙ্ক৷ এবার Paytm পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে অনায়াসেই ক্যাশলেস লেনদেন করতে পারবেন সাধারণ মানুষ৷

Advertisement

কী এই পেমেন্ট ব্যাঙ্ক? প্রি-পেড ওয়ালেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে যোগসূত্র স্থাপন করে এই ধরনের ব্যাঙ্ক৷ অর্থাৎ অ্যাকাউন্ট থেকে অর্থ ই-ওয়ালেটে রেখে দৈনন্দিন জীবনে অনায়াসে ক্যাশলেস লেনদেন করা যায়৷ তার জন্য বারবার ক্রেডিট বা ডেবিট কার্ডের ব্যবহারেরও প্রয়োজন হয় না৷ ওয়ালেটই ব্যাঙ্কের কাজ করে৷ এই ই-ওয়ালেটে ১ লক্ষ টাকা পর্যন্ত রাখা যেতে পারে৷ যার উপর গ্রাহক সুদও পাবেন৷ ঠিক যেমনভাবে ব্যাঙ্কগুলি দিয়ে থাকে৷ সংস্থার কর্ণধার বলেন, “ব্যাঙ্কিং পরিষেবায় নতুন মডেল তুলে ধরাই আমাদের লক্ষ্য৷ উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে গ্রাহকদের নগদহীন লেনদেন ভালভাবে সাহায্য করতে তৈরি আমরা৷”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement