সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংবাদিকতার জগতে স্বকীয়তায় ছাপ ফেলেছিলেন আগেই৷ জনপ্রিয়তার নিরিখেও বহুজনকে পিছনে ফেলে দিয়েছেন৷ এবার সেসবেরই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেতে চলেছেন সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাংবাদিক রবীশ কুমার৷ চলতি বছর সাংবাদিকতা বিভাগে রামন ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত এনডিটিভির এই সাংবাদিক৷ যা তাঁর জীবনে অন্যতম বড় সম্মান তো বটেই, দেশের জন্যেও গর্বের বটে৷
কণ্ঠহীনদের স্বর হয়ে ওঠা, আদর্শ বজায় রেখে নিরপেক্ষ, নির্ভীক সাংবাদিক হিসেবে নিজের পেশাগত জীবনে সমৃদ্ধ করেছেন তিনি নিজেই৷ পুরস্কারদাতারা রবীশ কুমারকে সবচেয়ে শান্ত, তথ্যসমৃদ্ধ, পেশার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কথা বলা একজন সঞ্চালক হিসেবে চিহ্নিত করেছেন৷ তাঁরা বলছেন, ‘যদি আপনি সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারেন, তাহলেই আপনি প্রকৃত সাংবাদিক৷’ যা তাঁরা খুঁজে পেয়েছেন রবীশ কুমারের মধ্যে৷ তাঁদের কথায়, ‘ইদানিং সংবাদমাধ্যম পক্ষপাতদুষ্ট হয়ে পড়ছে, আগ্রাসী মনোভাব প্রকাশ পাচ্ছে সঞ্চালকদের উপস্থাপনায়৷ ভুয়ো খবর এবং বিরোধীদের কটাক্ষ করে কথা বলার প্রবণতা বাড়ছে৷ কিন্তু রবীশ কুমার তাঁর উপস্থাপনায় দৃঢ়তার সঙ্গেও নিরপেক্ষতা, স্বচ্ছতা, সৌজন্য বজায় রেখেছেন৷ সে কারণেই তাঁকে ম্যাগসাইসাই পুরস্কার প্রাপক হিসেবে নির্বাচিত করা হয়েছে৷’
এমনকী রবীশ কুমার উপস্থাপিত শো ‘প্রাইম টাইম’-এর বিষয়বস্তুও সাধারণের সমস্যা, প্রচারের আলোয় কম থাকা বিষয়গুলি৷ যা এই অনুষ্ঠানের মাধ্যমে আরও বহু মানুষের কাছে পৌঁছে যায়৷ তাই তাঁর শো-কে অন্যভাবে সাধারণের নিউজরুম হিসেবেও দেখা হয়৷ ১৯৯৬ সাল থেকে রবীশ কুমার এই সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত৷ নির্ভীক কণ্ঠ হয়ে ওঠার জন্য বহুবার জীবননাশের হুমকিও পেয়েছেন৷ কিন্তু সেসব হেলায় তুচ্ছ করে সাংবাদিকতার জগতে জারি রেখেছেন নিজের ঋজুতা৷ আর সেটাই সবচেয়ে পছন্দের রামন ম্যাগসাইসাই পুরস্কারদাতা কমিটির৷ রবীশ কুমারের এই সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন আরেক বিখ্যাত সাংবাদিক পি সাইনাথ৷ অভিনন্দন জানিয়েছেন কিরণ বেদী, অরবিন্দ কেজরিওয়াল-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি৷
রবীশ কুমারের সঙ্গে একই পুরস্কার পাচ্ছেন আরও চার সাংবাদিক৷ ‘এশিয়ার নোবেল’ বলে পরিচিত রামন ম্যাগসাইসাই পুরস্কার পাচ্ছেন মায়ানমার, থাইল্যান্ড, ফিলিপাইন্স এবং দক্ষিণ কোরিয়ার সাংবাদিকরা৷
These are the five recipients of Asia’s premier prize and highest honor, the 2019 Ramon Magsaysay Awardees. #RamonMagsaysayAward pic.twitter.com/HrLG1qVt6L
— Ramon Magsaysay Award (@MagsaysayAward) August 2, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.