Advertisement
Advertisement

টাটা ট্রাস্ট থেকে সরতে পারেন রতন টাটা!

টাটা ট্রাস্টের নতুন দায়িত্বে তবে কে?   

Rattan Tata may be resign from Tata trust
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 16, 2016 1:06 pm
  • Updated:December 16, 2016 1:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  টাটা ট্রাস্টের চেয়ারম্যান পদ থেকে সরতে পারেন রতন টাকা৷ টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সাইরাস মিস্ত্রিকে সরানোর পর সেই দায়িত্বে ফিরিয়ে আনা হয় রতন টাটাকে৷ তবে এবার তিনি টাটা ট্রাস্টের চেয়ারম্যান পদ থেকে সরছেন বলে সর্বভারতীয় এক সংবাদসংস্থার তরফে এই তথ্য মিলেছে৷

প্রসঙ্গত, টাটা সন্সের মোট শেয়ারের ৬৬ শতাংশই রয়েছে টাটা ট্রাস্টের৷ স্বভাবতই, তাই টাটা ট্রাস্টের চেয়ারম্যান পদ থেকে রতন টাটার সরে যাওয়ার পর এর দায়িত্ব কে নেবে সে প্রশ্ন এসেই যাচ্ছে৷ সূত্রের খবর, নতুন বছরের মাঝামাঝি সময় থেকে টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান বেছে নেওয়া হবে৷ তবে নতুন চেয়ারম্যান পদে দায়িত্ব টাটা পরিবার থেকেই কেউ নেবে এমন কোনও তথ্য মেলেনি৷ যদিও পরিবারের বাইরে থেকে আসা সাইরাস মিস্ত্রি টাটা সন্সের চেয়ারম্যান হওয়ার পর থেকেই তাঁর সঙ্গে টাটা গোষ্ঠীর মধ্যে অর্ন্তকলহ ক্রমাগত বেড়েই চলেছিল৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement