বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: রাজনৈতিক বৃত্তে জড়াতে চান না দেশের রেশন ডিলাররা। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার আওতায় দেশের কুড়ি কোটিরও বেশি জনতার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ছবি দেওয়া ব্যাগ তুলে দিতে নারাজ তাঁরা। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র প্রচারের লক্ষ্যে এই ব্যবস্থা চালু করতে চাইলেও তাতে বেঁকে বসেছেন রেশন ডিলাররা।
মঙ্গলবার দিল্লিতে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু স্পষ্ট জানিয়েছেন, মোদির মুখের ছবি দেওয়া ব্যাগে রেশন দেবেন না তাঁরা। তিনি বলেছেন, “রেশন ডিলাররা কেন রাজনৈতিক বৃত্তে আসবে? তারা এসবের মধ্যে জড়াবে না। আমাদের বাংলায় তো দু’রকমের রেশন চলে। অন্যান্য কয়েকটি রাজ্যেই তেমন রয়েছে।”
বিশ্বম্ভর বসুর কথায়, “যদি মোদির মুখের ছবি দেওয়া ব্যাগে রেশন দিতে হয়, তাহলে এর পরে তো রাজ্যের রেশনে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ব্যাগে দিতে হবে। যেমন, ঝাড়খণ্ডেও রাজ্যের আলাদা রেশন আছে। সেখানে হেমন্ত সোরেনের মুখের ছবি দেওয়া চটের ব্যাগে দিতে হবে। আমরা কারও প্রচারের মাধ্যম হতে চাই না।”
নিজেদের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনাতেও মুখর হয়েছেন বসু। বলেছেন, “ভোটের আগে কি রাজনৈতিক প্রচারের সমস্ত যন্ত্র বিকল হয়ে গিয়েছে যে রেশন ডিলারদের প্রচারযন্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। এখনও পর্যন্ত এ নিয়ে সরকারিভাবে কোনও নির্দেশিকা আসেনি। তবে জানতে পেরেছি যে, প্রধানমন্ত্রী মুখের ছবি দেওয়া ব্যাগ তৈরির জন্য নাকি তিনশো কোটি টাকার বরাত দেওয়া হয়েছে। সরকারিভাবে নির্দেশিকা এলে আমরা আপত্তির কথা সোজাসুজি জানিয়ে দেব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.