সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইরাস মিস্ত্রিকে সরিয়ে টাটা সন্সের চেয়ারম্যান পদে তাঁর প্রত্যাবর্তন নিয়ে যে বিস্তর জল্পনা দানা বেঁধেছে তা জানেন তিনি৷ কেন এই অপসারণ, এরপর কোম্পানির পরিচালন সমিতির কাঠামোই বা কেমন হবে, তা নিয়ে বহু ধন্দ কর্পোরেট মহলে৷ সংস্থার অন্দরেও এ নিয়ে নানা আলোচনা৷ আর তা বুঝেই বার্তা দিলেন রতন টাটা৷ জানালেন, শীর্ষ নেতৃত্বে রদবদল নিয়ে ভাবনার কোনও কারণ নেই৷
মাত্র চার বছরের মাথায় সাইরাসকে সরানোর কোনও যুক্তিযুক্ত ব্যাখ্যা পায়নি কর্পোরেট দুনিয়া৷ প্রায় বিনা নোটিশেই তাঁকে এই পদ থেকে সরানো হয়েছে৷ আর এরপর থেকেই নানা জল্পনার ছড়াছড়ি৷ কোনও কোনও মহলের মতে সন্তান স্নেহে যে সাইরাসকে সাম্রাজ্যের দায়িত্ব দিয়েছিলেন টাটা, তাঁর উপরই বেজায় খাপ্পা তিনি৷ বিশেষত টাটা স্টিল নিয়ে হঠকারী সিদ্ধান্ত ও ডোকোমোর সঙ্গে গাঁটছড়া ছিন্ন করার সিদ্ধান্ত ভালভাবে নেননি তিনি৷ যদিও এ নিয়ে প্রকাশ্যে কোনও বিবৃতি দেননি৷ বরং জানালেন, তিনি অন্তর্বর্তী সময়ের জন্য দায়িত্ব নিয়েছেন মাত্র৷ তরুণ নেতা নিশ্চয়ই এর মধ্যে খুঁজে নেওয়া হবে৷ দায়িত্ব হস্তান্তরে শেয়ারবাজার ও কর্মীদের মনোভাবে প্রভাব পড়তে পারে আঁচ করেই জানালেন, শীর্ষ নেতৃত্বে রদবদল নিয়ে ভাবনার কোনও কারণ নেই৷ বরং ব্যবসায় ও বাজারের অবস্থার উপর মনযোগী হওয়া বাঞ্ছনীয়৷ যাতে শেয়ারহোল্ডাররা সঠিক অর্থ ফেরত পান তা নিশ্চিত করা জরুরি৷
টাটা ও পালোনজি গোষ্ঠীর মধ্যে ক্ষমতা দ্বন্দ্বের যে তত্ত্ব সামনে এসেছিল তা উড়িয়ে দিয়েছেন রতন টাটা৷ এদিকে টাটাদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার খবরও উড়িয়ে দিয়েছে পালোনজি গোষ্ঠী৷ গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, না সংস্থার তরফে না সাইরাস মিস্ত্রি নিজে এরকম কোনও বিবৃতি দিয়েছেন৷ যখন জরুরি হবে তখন এই বিবৃতি দেওয়া হবে বলেও জানানো হয়েছে৷
তবে ক্ষমতা হস্তান্তরের পরেই কর্মীদের চাঙ্গা করতে নেমে পড়লেন রতন টাটা৷ নেতার থেকেও প্রতিষ্ঠান বড় এবং কর্মীদের সকলকে নিয়ে সমবেতভাবে তিনি আবার সেই প্রতিষ্ঠানের স্থায়িত্ব ও সমৃদ্ধি নিশ্চিত করতে চান বলেই বার্তা দিলেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.