Advertisement
Advertisement
রাষ্ট্রদ্রোহ মামলা

যোগী-ভাগবতকে নিয়ে আক্রমণাত্মক পোস্ট, ব়্যাপারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

পাঞ্জাবী ব়্যাপারের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা আইনজীবীর৷

Rapper Hard Kaur faces sedition case over posts on Yogi, RSS
Published by: Sucheta Sengupta
  • Posted:June 20, 2019 4:42 pm
  • Updated:June 20, 2019 4:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমালোচনা করে রাষ্ট্রদ্রোহিতার মামলার মুখে পড়লেন ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ ব়্যাপার তরণ কউর ধিলোঁ, যিনি হর্দ কউর বলেই ব়্যাপ জগতে অধিক পরিচিত৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরএসএস প্রধান মোহন ভাগবতকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনামূলক পোস্ট লিখেছিলেন তিনি৷ আর তাতেই তাঁর বিরুদ্ধে বারাণসী থানায় রাষ্ট্রদ্রোহিতার একাধিক ধারায় মামলা রুজু করলেন শশাঙ্ক শেখর নামে এক আইনজীবী৷

[আরও পড়ুন: উদ্ধার অভিশপ্ত এএন-৩২ বিমানের যাত্রীদের দেহ, আনা হচ্ছে বায়ুসেনা ঘাঁটিতে]

হর্দ কউর পাঞ্জাবী ব়্যাপার৷ বলিউডে অনেক কাজ করেছেন৷ তাঁর ফেসবুক পাতার ছত্রে ছত্রে যোগী আদিত্যনাথ এবং মোহন ভাগবতের সমালোচনা৷ কোথাও আদিত্যনাথকে ‘ধর্ষক’ বলে উল্লেখ করা হয়েছে, তো কোথাও মুম্বই এটিএসের প্রাক্তন প্রধান হেমন্ত কারকারের ‘হত্যাকারী’ হিসেবে চিহ্নিত করেছেন ব়্যাপার৷ এমনকী পুলওয়ামা-সহ দেশের একাধিক জঙ্গি হামলার কথা উল্লেখ করে ভাগবতের পরোক্ষ মদতকে দায়ী করা হয়েছে বিভিন্ন পোস্টে৷

Advertisement

আর সেসবকে হাতিয়ার করেই আসরে নেমেছেন আইনজীবী শশাঙ্ক শেখর৷ হর্দ কউরের এসব পোস্ট অত্যন্ত আক্রমণাত্মক, যা যোগী এবং ভাগবতের মতো ব্যক্তিত্বের পক্ষে খুবই অবমাননাকর৷ তাঁর বিরুদ্ধে ১২৪এ (রাষ্ট্রদ্রোহিতা), ১৫৩ (ধর্মীয় বিভেদের ভিত্তিতে শত্রুতা ছড়ানো), ৫০০ (মানহানি), ৫০৫ (অশান্তিতে ইন্ধন দেওয়া) এবং ৬৬ নম্বর ধারায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে৷

[আরও পড়ুন: মুম্বইয়ের ধাঁচে হামলার ছক কষছে আইএস, কেরলে জারি চূড়ান্ত সতর্কতা]

সোশ্যাল মিডিয়ায় কাউকে ব্যক্তিগত আক্রমণের জন্য রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের এই প্রথম নয়৷ আগেও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলা তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সমালোচনামূলক পোস্ট দেওয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা করেছিলেন৷ তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে কোনও আক্রমণাত্মক সমালোচনাকে রাষ্ট্রদ্রোহ মামলার আওতায় আনা যায় না৷ যদি কোনও সাম্প্রদায়িক সংঘর্ষকে উস্কানি না দেওয়া হয়, তা হলে সেই অভিযোগের গুরুত্ব নেই৷ ফলে পাঞ্জাবী ব়্যাপারের ক্ষেত্রে মামলা ঠিক কোন পথে যাবে, তা এখনই বলা যাচ্ছে না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement