Advertisement
Advertisement

ধর্ষকদের চামড়া ছাড়িয়ে সাজার বিধান উমা ভারতীর

মুখ্যমন্ত্রী পদে থাকার সময় পুলিশকে কী নির্দেশ দিয়েছিলেন ইনি, জানলে আপনার গায়ে কাঁটা দেবে!

Rapists should be skinned alive, says Uma bharti
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 10, 2017 12:07 pm
  • Updated:February 10, 2017 12:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের উপর পাশবিক অত্যাচার করে যে দুষ্কৃতীরা, তাদের প্রকাশ্যে ঝুলিয়ে পেটানো দরকার৷ ধর্ষকদের উল্টো করে ঝুলিয়ে, চামড়া ছাড়িয়ে ক্ষতস্থানে নুন-লঙ্কা ছেটানো দরকার৷ তাহলেই তারা একজন ধর্ষিতার কষ্টটা বুঝতে পারবে৷ বৃহস্পতিবার আগ্রায় এক জনসভায় যোগ দিতে এসে এই ভাষাতেই ধর্ষকদের কঠোর শাস্তির সুপারিশ করলেন বর্ষীয়ান বিজেপি নেত্রী উমা ভারতী৷

(নাবালিকাকে বারবার ধর্ষণ, অভিযুক্ত ৭২ বছরের বৃদ্ধ)

তিনি এই কথাও বলেছেন যে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন তিনি ধর্ষকদের প্রকাশ্যেই নিগ্রহের পক্ষে ছিলেন৷ ২০০৩-০৪ সালে মধ্যপ্রদেশ পুলিশকে নির্দেশ দিয়েছিলেন, মানবাধিকারের কথা না ভেবে ধর্ষকদের অমানবিক শাস্তি দিতে৷ উমা ভারতী বলেছেন, “আমি পুলিশ অফিসারদের বলেছিলাম, মানবাধিকার আইন প্রযোজ্য হয় শুধুমাত্র মানুষের উপর, জানোয়ারদের উপর নয়৷ পুলিশকে নির্দেশ দিয়েছিলাম, জেলের ভিতর ধর্ষকদের এমন মারুন, যেন বাইরে থেকে নিগৃহীতা সেই আওয়াজ শুনতে পায়৷”

Advertisement

উত্তরপ্রদেশে ক্ষমতাসীন সমাজবাদী পার্টি সরকার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ অভিযোগ কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রীর৷ গতবছর বুলন্দশহরে হাইওয়ের উপর দুই মহিলাকে ধর্ষণ করার পরেও রাজ্যে কেন কড়া ধর্ষণবিরোধী আইন আনা হয়নি, সেই প্রসঙ্গেও মুলায়ম-অখিলেশকে একহাত নিয়েছেন উমা ভারতী৷

(সাধনার নামে বিদেশিনীকে ধর্ষণের অভিযোগে ধৃত তান্ত্রিক)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement