সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের উপর পাশবিক অত্যাচার করে যে দুষ্কৃতীরা, তাদের প্রকাশ্যে ঝুলিয়ে পেটানো দরকার৷ ধর্ষকদের উল্টো করে ঝুলিয়ে, চামড়া ছাড়িয়ে ক্ষতস্থানে নুন-লঙ্কা ছেটানো দরকার৷ তাহলেই তারা একজন ধর্ষিতার কষ্টটা বুঝতে পারবে৷ বৃহস্পতিবার আগ্রায় এক জনসভায় যোগ দিতে এসে এই ভাষাতেই ধর্ষকদের কঠোর শাস্তির সুপারিশ করলেন বর্ষীয়ান বিজেপি নেত্রী উমা ভারতী৷
তিনি এই কথাও বলেছেন যে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন তিনি ধর্ষকদের প্রকাশ্যেই নিগ্রহের পক্ষে ছিলেন৷ ২০০৩-০৪ সালে মধ্যপ্রদেশ পুলিশকে নির্দেশ দিয়েছিলেন, মানবাধিকারের কথা না ভেবে ধর্ষকদের অমানবিক শাস্তি দিতে৷ উমা ভারতী বলেছেন, “আমি পুলিশ অফিসারদের বলেছিলাম, মানবাধিকার আইন প্রযোজ্য হয় শুধুমাত্র মানুষের উপর, জানোয়ারদের উপর নয়৷ পুলিশকে নির্দেশ দিয়েছিলাম, জেলের ভিতর ধর্ষকদের এমন মারুন, যেন বাইরে থেকে নিগৃহীতা সেই আওয়াজ শুনতে পায়৷”
উত্তরপ্রদেশে ক্ষমতাসীন সমাজবাদী পার্টি সরকার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ অভিযোগ কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রীর৷ গতবছর বুলন্দশহরে হাইওয়ের উপর দুই মহিলাকে ধর্ষণ করার পরেও রাজ্যে কেন কড়া ধর্ষণবিরোধী আইন আনা হয়নি, সেই প্রসঙ্গেও মুলায়ম-অখিলেশকে একহাত নিয়েছেন উমা ভারতী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.