সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণ পৃথিবী সৃষ্টির সময় থেকেই আছে- এ মন্তব্য হরিয়ানার বিজেপি নেত্রী নির্মল বৈরাগির৷ বিজেপি সরকার শাসিত হরিয়ানায় সাম্প্রতিক ধর্ষণের প্রসঙ্গেই তাঁর এই বক্তব্য৷
হরিয়ানায় একই মহিলাকে দু’বার ধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছে গোটা দেশ৷ প্রথমবার ধর্ষিতা হওয়ার তিন বছর পর একই দুষ্কৃতীদের হাতে আবারও ধর্ষিতা হন ওই মহিলা৷ হরিয়ানায় তো বটেই সারা দেশেই মহিলাদের নিরাপত্তা কোন জায়গায় পৌঁছেছে এ ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল৷ ঘটনার প্রতিবাদে সরব হয় গোটা দেশ৷ এবার সে প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শাসকদলকেই আড়াল করলেন বিজেপি নেত্রী৷ জানালেন, ধর্ষণ পৃথিবীর মতোই পুরনো৷ আমাদের সরকার যথাসম্ভব চেষ্টা করছে৷ আশা করি খুব তাড়াতাড়ি অপরাধীদের খুঁজে বের করা সম্ভব হবে৷
তবে তাঁর এই মন্তব্যে কোনও কোনও মহলে বিতর্কও দেখা দিয়েছে৷ মনে করা হচ্ছে, শাসক দলের মুখ বাঁচাতেই ধর্ষণকে এভাবে ব্যাখ্যা করলেন তিনি৷ তবে বিজেপির মহিলা বিভাগের দায়িত্ব বর্ষিয়ান এই নেত্রীর কাঁধেই৷ রাজ্যের ভাবমূর্তি ফেরাতে ও মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যে ইতিবাচক ভূমিকা নেবে তা এদিন বুঝিয়ে দিয়েছেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.