Advertisement
Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রকের পার্কিং স্টিকার লাগানো গাড়িতে ছাত্রীকে ধর্ষণ

লিফট দেওয়ার নামে গাড়িতে তুলে ধর্ষণ করা হল মেডিক্যালের ছাত্রীকে৷

Rape in a car in Delhi, car had home minister parhing sticker
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 16, 2016 10:59 am
  • Updated:December 16, 2016 11:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ফের কলঙ্কিত দিল্লি৷ আরও একবার নির্ভয়া কাণ্ডের পুনরাবৃত্তি৷ লিফট দেওয়ার নামে গাড়িতে তুলে ধর্ষণ করা হল মেডিক্যালের ছাত্রীকে৷ আশ্বর্যের বিষয়, যে গাড়িতে ধর্ষণ করা হয়েছে সেখানে নাকি লাগানো রয়েছে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পার্কিং স্টিকার৷ ঘটনা দিল্লির মোতিবাগ এলাকার৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল পুলিশ৷

rape_web

Advertisement

৪ বছর আগে ২০১২-র ১৬ ডিসেম্বর, দিনটার কথা ভাবলে এখনও গায়ের লোম খাড়া হয়ে যায়৷ পুরুষ বন্ধুকে মারধর করে, ২৩ বছরে ফিজিওথেরাপির সেই যুবতীকে বাসে তুলে গণধর্ষণ করা হয়৷ এরপর তাঁকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় বাস থেকে৷ শেষপর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে৷ অনেক চেষ্টা করা হয়েছে৷ নির্ভয়া ফিরে আসেনি৷ যুবতীর পুরষ বন্ধুর কাছ থেকে ওই দিনের ঘটনার বীভৎস্যতার কথা শুনে লজ্জায় মাথা নত হয়ে যায়৷ প্রশ্ন জাগে কোন দেশে বাস করছি আমরা?

ঘটনার পর তোলপাড় হয়েছিল দেশ৷ প্রতিবাদ, মিছিল শোক মিছিলে সরব হয়েছিলেন মহিলারা৷ প্রশ্ন উঠে গিয়েছিল দিল্লি কি আদৌ মহিলাদের জন্য নিরাপদ? ২০১৬-র ১৫ ডিসেম্বরের রাত জানান দিল দিল্লি এখনও নিরাপদ নয়৷ অন্তত মেয়েদের জন্য৷

নির্ভয়ার মতই এও এক মেডিক্যাল ছাত্রী৷ দিল্লির এইএমস-এর পড়ুয়া৷ সেখান থেকেই তিনি নয়ডার বাড়ি ফিরছিলেন৷ ভরসা করেই লিফট নিয়েছিলেন একটি গাড়ির৷ কিন্তু গাড়ি চালক সেই ভরসার দাম দিল না৷ ধর্ষিতা হতে হল তাঁকে৷ লজ্জার বিষয় এই, যে গাড়িতে তাঁকে ধর্ষণ করা হয়েছে তাতে মিলেছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের পার্কিং স্টিকার৷

আপাতত নির্যাতিতাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে পুলিশ৷ গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকেও৷ তবে গাড়িটি কার? গাড়িতে কেন স্বরাষ্ট্রমন্ত্রকের পার্কিং স্টিকার লাগানো ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement