Advertisement
Advertisement

Breaking News

সাংসদ পদে শপথ নিলেন রঞ্জন গগৈ, প্রতিবাদে ওয়াকআউট বিরোধীদের   

ওয়াকআউট করেন কংগ্রেস ও বহুজন সমাজ পার্টির সাংসদরা।

Ranjan Gogoi to take oath as RS member on Thursday
Published by: Monishankar Choudhury
  • Posted:March 19, 2020 12:23 pm
  • Updated:March 19, 2020 12:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভার সাংসদ পদে শপথ নিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ (Ranjan Gogoi)। বিতর্ক এবং বিরোধীদের প্রবল প্রতিবাদের মধ্যেই বৃহস্পতিবার শপথবাক্য পাঠ করেন তিনি।

[আরও পড়ুন: নজির গড়লেন গগৈ, অবসরের ৩ দিনের মধ্যেই বাংলো ছাড়লেন প্রাক্তন প্রধান বিচারপতি]

এদিন রঞ্জন গগৈকে সাংসদ করার প্রতিবাদে রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন কংগ্রেস ও বহুজন সমাজ পার্টির সাংসদরা। সমালোচনায় সরব হয়ে ওঠেন উচ্চকক্ষের ডিএমকে, এমডিএমকে ও বাম সদস্যরা। গত সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে রাজ্যসভায় মনোনীত করেন। অবসরের আগে অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির গড়ার নির্দেশ সম্বলিত ঐতিহাসিক রায় দিয়েছেন বিচারপতি গগৈ।

Advertisement

২০১৯ সালের নভেম্বর মাসে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন গগৈ। তারপরই তাঁর রাজনীতিতে আসা নিয়ে জল্পনা ছিল। তাঁর সংসদে মনোনীত হওয়া নিয়ে জোর বিতর্ক সৃষ্টি হয়েছে। গগৈয়ের মনোনয়ন নিয়ে প্রশ্ন ও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরই এককালের সতীর্থ মদন লোকুর(Madan Lokur)। বিরোধীদের অভিযোগ, বিচারপতি থাকাকালীন সরকারকে সুবিধা পাইয়ে দিয়েছেন গগৈ(Ranjan Gogoi)। আর এখন তারই পুরস্কার পাচ্ছেন। মদন লোকুর সরাসরি সেকথা না বললেও, তাঁর ইঙ্গিতও খানিকটা তেমনই।

এদিকে, বিচারপতি গগৈ সাফ জানিয়েছেন , রাজ্যসভায় তাঁকে মনোনয়ন দেওয়ার সরকারের সিদ্ধান্ত তিনি স্বীকার করছেন৷ তিনি আরও জানিয়েছিলেন যে শপথগ্রহণের পর সমস্ত অভিযোগের জবাব দেবেন তিনি। এই প্রস্তাব স্বীকার কেন তিনি স্বীকার করলেন কথাও খোলসা করে বলবেন৷ গত মঙ্গলবার গুয়াহাটিতে কামাখ্যা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি৷ সেখানেই নিজের প্রতিক্রিয়া দেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ৷

[আরও পড়ুন: রাজ্যসভার সদস্য মনোনীত হলেন প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, তুঙ্গে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement