Advertisement
Advertisement

Breaking News

Congress

কর্ণাটকে কংগ্রেস-সিপিআই জোট! নিঃশর্ত সমর্থন করবে বাম দল, জানালেন রণদীপ সূরজেওয়ালা

কর্ণাটকে বিজেপিকে রুখতে মরিয়া কংগ্রেস।

Randeep Surjewala says that CPI will give full support to Congress in Karnataka polls | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 23, 2023 7:33 pm
  • Updated:April 23, 2023 7:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটক (Karnataka) বিধানসভা নির্বাচনে কংগ্রেস-সিপিআই (Congress-CPI) জোট! কংগ্রেসকে নিঃশর্ত সমর্থন দেবে বাম দল। রবিবার এমনটাই দাবি করলেন কর্ণাটক কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা রণদীপ সূরজেওয়ালা (Randeep Surjewala)। কংগ্রেস নেতার দাবি, দক্ষিণের রাজ্যে কমপক্ষে ২১৫টি আসনে সিপিআই নিঃশর্ত সমর্থন করবে কংগ্রেস প্রার্থীদের। তবে কিছু আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে।

বাংলায় আনুষ্ঠানিক জোট হয়েছে বাম ও কংগ্রেসের। বাংলার পর এবার কর্নাটকেও বামেদের সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে (BJP) রুখতে বদ্ধপরিকর কংগ্রেস। সেই সূত্রেই সিপিআইয়ের সঙ্গে হাত মেলানোর কৌশল। রবিবার রণদীপ জানান, ২১৫টি আসনে কংগ্রেস প্রার্থীদেরই সমর্থন করবেন সিপিআই কর্মী ও সমর্থকরা। কংগ্রেসের আবেদনের পরেই সিপিআই নিঃশর্তে সমর্থনে রাজি হয়েছে। তবে সিপিআই ইতিমধ্যে ৭টি আসনে প্রার্থী দিয়েছে। আরও কিছু আসনে প্রার্থী দেওয়ার ইচ্ছে রয়েছে তাদের। এর ফলে ৭টি আসনে কংগ্রেসের সঙ্গে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে তাঁদের। রণদীপের দাবি, ২১৫টি আসনে কোনও প্রত্যাশা ছাড়াই বাম দল সমর্থন করবে কংগ্রেস প্রার্থীকে। একমাত্র লক্ষ্য যৌথ ভাবে বিজেপি রুখে দেওয়া।

Advertisement

[আরও পড়ুন: ‘উনিই সবচেয়ে ভাল রান্না করেন’, কোন রাজনীতিককে দরাজ সার্টিফিকেট দিলেন রাহুল?]

রাজ্যের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, কর্নাটকে সিপিআইয়ের পাশাপাশি সিপিএমের সমর্থনও পেতে পারে কংগ্রেস। সেক্ষেত্রে সুবিধা হবে রাহুল গান্ধীর দলের। যেহেতু কর্নাটকের আর্বান এলাকাগুলিতে বামপন্থীদের প্রভাব রয়েছে। তবে সিপিআই সমর্থন জানালেও এখনও পর্যন্ত সিপিএম প্রকাশ্যে সমর্থন জানায়নি। কর্ণাটকে বিজেপির বাসবরাজ বোম্মাই সরকার কি ক্ষমতা দখলে রাখতে পারবে, নাকি অন্য কিছু ঘটবে, তা সময়ই বলবে। তবে একের পর এক দুর্নীতির অভিযোগে ভোটের আগে খানিক অস্বস্তিতে রয়েছে গেরুয়া শিবির।

[আরও পড়ুন: কপ্টারের ব্লেডে ধর থেকে আলাদা মুন্ডু, সেলফি তুলতে গিয়ে ভয়ানক মৃত্যু সরকারি আধিকারিকের]

প্রসঙ্গত, আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। ১৩ মে ফলাফল। অধিকাংশ দল প্রার্থী ঘোষণা করেছে। ইতিমধ্যে ২২৪টি আসনের মধ্যে ২২৩টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। তার মধ্যে ২১৫টি আসনে সিপিআইয়ের সমর্থন পেতে চলেছে তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement