Advertisement
Advertisement

‘ভারতে মুসলিমরা নিরাপত্তার অভাব বোধ করলে…’, ভাইরাল রণদীপ হুডার পোস্ট

কেন মুসলিমদের নিরাপত্তা নিয়ে চিন্তিত অভিনেতা? কী পরামর্শ তাঁর?

Randeep Hooda's facebook post goes viral
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 28, 2017 9:29 am
  • Updated:May 28, 2017 9:29 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনু নিগম, অভিজিৎ, পরেশ রাওয়ালের পর এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বলিউড অভিনেতা রণদীপ হুডার একটি পোস্ট৷ ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে দেশ জুড়ে বিতর্কের মধ্যে কী করে ভাল থাকতে হবে, এবার সেই বিষয়ে টোটকা দিলেন ৪০ বছরের এই বলিউড অভিনেতা৷ তাঁর মতে, ভারত বিশ্বের মধ্যে এমন এক অপূর্ব দেশ যেখানে সব সম্প্রদায়ের মানুষ পাশাপাশি, সুখে বসবাস করছেন৷ একবার সোশ্যাল মিডিয়া ছেড়ে বেরিয়ে এসে বাস্তবের চারপাশে তাকিয়ে দেখতে হবে৷ হাত বাড়িয়ে দিতে হবে৷ এই দেশেই মিলবে সব ধর্ম, সম্প্রদায়ের বন্ধু৷

[‘ছেলেদের মধ্যে প্রথম কে?’ প্রশ্ন ঘুরিয়ে দিল অণ্বেষা-রক্ষারা]

পোস্টটি শুরু হচ্ছে এইভাবে, “আপনি যদি মুসলিম হন…আর আচমকাই যে দেশে গত এক হাজার বছর ধরে রয়েছেন, সেখানেই আপনি নিরাপত্তার অভাব বোধ করেন তাহলে….একটাই কাজ করুন- সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন৷ খবর দেখবেন না৷ ধর্মীয় বিষয়নির্ভর যে কোনও বিতর্ক থেকে দূরে থাকুন৷ একবার তাকিয়ে দেখুন আপনার আশেপাশে৷ আপনার বন্ধুদের দিকে তাকিয়ে দেখুন যাঁরা ভিন্ন ধর্ম,সম্প্রদায় ও জাতির৷ আর তাহলেই আপনি বুঝতে পারবেন আপনি বিশ্বের মধ্যে এক সেরা দেশে বসবাস করছেন৷”

Advertisement

কিন্তু ঠিক কোন বিষয় এতটা নাড়া দিল অভিনেতাকে? সেই ইঙ্গিতও নিজের ফেসবুক পোস্টের নিচে কমেন্টে দিয়েছেন রণদীপ৷ সম্প্রতি দুই গোষ্ঠীর বিবাদে রণক্ষেত্র হয়ে উঠেছে উত্তরপ্রদেশের সাহারানপুর৷ গন্ডগোলের সূত্রপাত কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাওয়া একটি ভুয়ো মেসেজ থেকেই৷ শুধু সাহারানপুরে নয়, দেশের বিভিন্ন প্রান্তে এমনকী এই রাজ্যেও সম্প্রতি ভুয়ো হোয়াটসঅ্যাপ মেসেজকে কেন্দ্র করে বারবার সংঘর্ষের খবর এসেছে৷ এই প্রবণতাই মেনে নিতে পারছেন না রণদীপ হুডা৷ তাঁর মতে, কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলেও সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে৷ আর এতেই নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ৷

[২৪ ঘণ্টার মধ্যেই কাশ্মীরে ফের বন্ধ ইন্টারনেট পরিষেবা]

 

[প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে থমথমে সাহারানপুরে রাহুল, তোপ বিজেপিকে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement