সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের জেরে সাধারণ মানুষের ভোগান্তি চলছেই৷ সাধারণ মানুষ ধৈর্যের পরিচয় দিচ্ছেন৷ কিন্তু কোথাও কোথাও সহ্যের বাঁধ ভাঙছে৷ লম্বা লাইনে দাঁড়িয়ে হয়রানিতে শিকার হচ্ছেন বহু মানুষ৷ আর সে ভোগান্তি নিয়ে এবার মুখ খুললেন যোগগুরু রামদেব৷ তাঁর প্রশ্ন, সেনারা দিনের পর দিন না খেয়ে থাকে৷ আর দেশের জন্য এটুকু কষ্ট আমরা সহ্য করতে পারব না?
শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও মানুষকে কিছুদিন ধৈর্য ধরতে অনুরোধ করেছিলেন৷ এদিন গোয়াতে প্রধানমন্ত্রী নিজেও সেই অনুরোধ করেন৷ জানান, ৫০ দিন একটু কষ্ট সহ্য করলেই দেশের চেহারা অন্য হবে৷ যদিও গতকাল থেকেই বিরোধীরা মানুষের ভোগান্তি নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছিল৷ পুরো বিষয়টি যে পরিকল্পনাহীন সে অভিযোগও উঠেছিল৷ এবার সে প্রসঙ্গে মুখ খুললেন বাবা রামদেবও৷ অত্যন্ত স্পর্শকাতর একটি দিক তুলে আনলেন তিনি৷ দেশের সুরক্ষায় জওয়ানরা দিনের পর দিন না খেয়ে কাটান৷ বিশেষত যুদ্ধকালীন পরিস্থিতিতে৷ সারা ভারত সেই পরিস্থিতিতে জওয়ানদের পাশে এসে দাঁড়ান, তাঁদের কুর্নিশ জানান৷ রামদেবের প্রশ্ন, সেনারা যখন এত কষ্ট স্বীকার করেন দেশের জন্য, তাহলে সাধারণ মানুষই বা দেশের ভালর জন্য একটু ভোগান্তি সহ্য করতে পিছপা হবেন কেন?
বস্তুত এ কথা যে শুধু রামদেবের একার এমনটা নয়৷ বিগত কয়েকদিনের ভোগান্তি সত্ত্বেও সাধারণ মানুষ মোদির পদক্ষেপকে স্বাগতই জানিয়েছেন৷ দেশে কালো টাকা রোখার প্রয়াসে একটু কষ্ট স্বীকার করে নিতে নারাজ নন কেউই৷ এ প্রসঙ্গে এক ওলা চালকের কথাও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ খুচরোর সমস্যায় থাকা এক ব্যক্তিকে তিনি জানিয়েছিলেন, টাকা দেওয়ার প্রয়োজন নেই৷ দেশের উন্নতিতে তাঁর অবদান নাহয় এটুকুই হোক৷ এদিন রামদেবের কথাতেও যেন থাকল সেই একই সুর৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.