সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হামলার আগে ফেসবুকে বদলার পোস্ট। লাইভ টেলিকাস্টে বন্দুক উঁচিয়ে হুঁশিয়ারি। শেষপর্যন্ত ‘ইয়ে লো আজাদি’ বার্তা দিয়ে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের লক্ষ্য করে গুলি ছোঁড়া। সেই হামলারও লাইভ হয়। বৃহস্পতিবার দুপুরে জামিয়ার পড়ুয়াদের উপর হামলার কায়দা দেখে নড়চড়ে বসেছে পুলিশ- প্রশাসন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, কাউকে টার্গেট করে নয়। বরং স্রেফ ভয় দেখাতেই গুলি চালিয়েছিল ওই যুবক। কিন্তু বেলা যত গড়িয়েছে সামনে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। যা তদন্তের মোড় ঘুড়িয়ে দিতে পারে।
প্রাথমিকভাবে হামলার কায়দা ঘিরেই উঠছে প্রশ্ন। ওয়াকিবহাল মহলের কথায়, ইউরোপের একাধিক দেশে সন্ত্রাসবাদি হামলার আগে মৌলবাদীদের সোশ্যাল মিডিয়ায় হুমকি দিতে দেখা গিয়েছে। আবার হামলার সময় তা লাইভ করতেও দেখা যেত। এবার সেই একই কায়দায় জামিয়ার পড়ুয়াদের উপর চড়াও হল অভিযুক্ত। হামলার ঠিক আগে সন্ত্রাসবাদিদের মুখে শোনা যেত ধর্মীয় বার্তা। এদিন হামলাকারীর গলায় শোনা গেল, “আজাদি চাই? এই নে আজাদি।”
Delhi Police Sources: Man who brandished a gun and opened fire in Jamia area has been identified as 19-year-old Ram Bhagat Gopal Sharma. He is a resident of Jewar area of Gautam Buddha Nagar District (Uttar Pradesh). pic.twitter.com/lFKsT5kuUW
— ANI (@ANI) January 30, 2020
রামভক্ত গোপাল নামে একটি ফেসবুক প্রোফাইল রয়েছে হামলাকারীর। সেখানেই একের পর এক পোস্ট করে বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে গোপাল। কখনও লাইভ পোস্টে বলেছে, আই সাপোর্ট এনআরসি। কখনও আবার পোস্টে লিখেছেন, “শাহিন ভাগ, খেল খতম।” এদিনও জামিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা থেকে লাইভ করার সময় তার গলায় একই হুঁশিয়ারি শোনা গিয়েছে।এমনকী জামিয়া চত্বরে আসার আগে ফেসবুকে শেষযাত্রার কথা পোস্ট করে এসেছিল গোপাল। পোস্টে সে লেখে, “আমার শেষযাত্রায় গেরুয়ায় মুড়ে নিয়ে যেও। আর জয় শ্রী রাম ধ্বনি দিও।” তার এধরণের পোস্ট দেখে গোপাল উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাসী ছিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এবং এর পিছনে বিজেপি নেতাদের ক্রমাগত উসকানিমূলক মন্তব্যের প্রভাব রয়েছে বলেও মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে বলেও মনে করছে পুলিশ। পুলিশের দাবি হামলাকারী নাবালক। পরে তার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করে দেওয়া হয়।
South East District (Delhi) DCP Chinmoy Biswal on Jamia Nagar firing incident: Student (Shadab Farooq) has sustained injuries in his left hand. He has been referred to trauma centre from hospital. Doctors say he is out of danger. Apprehended person (Gopal) is being questioned. pic.twitter.com/nCdfmH9oFc
— ANI (@ANI) January 30, 2020
এ দিন গোপালের গুলিতে জখম হন শাদাব ফারুক নামের এক ছাত্র। গুলি লাগে তাঁর বাঁ হাতে। কাশ্মীরি এই যুবককে প্রথমে ‘হোলি ফ্যামিলি’ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ট্রমা সেন্টারে ভর্তি করানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.