Advertisement
Advertisement

Breaking News

Ram Mandir

রাম মন্দিরের ভূমিপুজোর আগেই করোনা আক্রান্ত দায়িত্বে থাকা পুুরোহিত

সংক্রমিত নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরাও।

Ram Temple: Priest, part of rituals tests positive for Covid-19
Published by: Paramita Paul
  • Posted:July 30, 2020 2:09 pm
  • Updated:July 30, 2020 3:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাম মন্দির (Ram Temple) তৈরি হয়ে গেলেই করোনা (Corona Virus) মুক্তি ঘটবে! এমন অদ্ভুত দাবি করেছিলেন বিজেপি নেতা-কর্মীরা। এবার সেই রাম মন্দিরেরই (Ram Mandir) ভূমিপুজোর রীতিনীতির সঙ্গে যুক্ত এক পুরোহিত প্রদীপ দাস করোনা আক্রান্ত হলেন। এমনকী, অযোধ্যার ওই ভূমির নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ জন পুলিশ কর্মীও করোনা আক্রান্ত বলে খবর মিলেছে। এদিকে আগামী সপ্তাহের ৫ আগস্ট রাম মন্দিরের (Ram Mandir) ভূমিপুজো। যেখানে আমন্ত্রিত খোদ প্রধানমন্ত্রীও। কিন্তু এক ধাক্কায় এতজন করোনা আক্রান্ত হওয়ার পর, আদৌ কি ভূমিপুজো সম্ভব হবে উঠছে প্রশ্ন। 

দেশের করোনা সংক্রমণে লাগাম পরানো যাচ্ছে না। ক্রমশ লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বৃহস্পতিবার সকালে সরকারি হিসেব বলছে, করোনা (Corona Virus) আক্রান্ত হয়েছেন ৫২ হাজারের বেশি মানুষ। ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে  ১৫ লক্ষ ৮৩ হাজার ৭৯২ জন। বাড়ছে মৃত্যুও। এমন আবহেই আগামী ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর আয়োজন করা হচ্ছে। যেখানে একাধিক অতিথির সঙ্গে হাজির থাকবেন খোদ প্রধানমন্ত্রীও। কিন্তু তার আগেই বিপত্তি।

Advertisement

[আরও পড়ুন : রাম মন্দির তৈরির জন্য সোনার ইট দিতে চান বাবরের বংশধর]

জানা গিয়েছে, ভূমি পুজোর সঙ্গে যুক্ত এক পুরোহিত করোনা আক্রান্ত (Corona Virus) হলেন। কোভিড সংক্রমিত হয়েছেন ভূমি পুজোর নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ পুলিশ কর্মীও। সব মিলিয়ে ভূমি পুজো ঘিরে এক অনিশ্চয়তার আবহ তৈরি হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

[আরও পড়ুন : রাম মন্দিরের ভূমিপুজোর তোড়জোড়ের মাঝেই অযোধ্যায় শুরু মসজিদ নির্মাণের প্রস্তুতি]

এদিকে বিজেপির একাধিক নেতা-কর্মীরা দাবি করছিলেন, রাম মন্দির (Corona Virus) তৈরি হয়ে গেলে করোনা মুক্তি হবে। কিন্ত এদিন সেই রাম মন্দিরের  পুরোহিত সংক্রমিত হওয়ায় সোশ্যাল মিডিয়ায় ট্রোল করতে শুরু করেছেন নেটিজেনরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement