নন্দিতা রায়, নয়াদিল্লি: আগেই জানা গিয়েছিল ২০২৪ লোকসভা ভোটের আগে, বছরের শুরুতেই খুলে যাবে বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দির (Ram Mandir)। সর্বশেষ খবর, মন্দির নির্মাণ পর্ব পৌঁছেছে শেষ ধাপে। সব ঠিক থাকলে তিন তলা মন্দিরের প্রথমতল সম্পূর্ণ হবে অক্টোবর মাসে। দিওয়ালির আগেই।
এদিন রাম মন্দির ট্রাস্টি বোর্ডের সদস্য নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, প্রথমতলের কাজ প্রায় সম্পূর্ণ। যেটুকু বাকি রয়েছে তা অক্টোবরে দিওয়ালির আগেই সম্পূর্ণ হয়ে যাবে। উল্লেখ্য, অযোধ্যার বিতর্কিত জমিতে বিশ্বের বৃহত্তম রাম মন্দিরের দৈর্ঘ্যে হচ্ছে ৩৮০ ফুট, প্রস্থ ২৫০ ফুট। উচ্চতা ১৬১ ফুট। ৩৯২টি স্তম্ভ ধরে রাখবে বিশাল মন্দিরকে। খাঁটি সেগুন খাট দিয়ে তৈরি হচ্ছে মন্দিরের ৪৬টি দরজা। গর্ভগৃহের দরজা হবে স্বর্ণখচিত।
এর আগে উত্তরপ্রদেশের মন্ত্রী স্বদেশকুমার খান্না জানিয়েছিলেন, আগামী ২২ জানুয়ারি মন্দিরের গর্ভগৃহে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ হবে। মনে করা হচ্ছে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তখনই জানা গিয়েছিল, ডিসেম্বরের মধ্যেই মন্দির নির্মাণ সম্পূর্ণ হবে। যদিও মন্দিরের উদ্বোধন নিয়ে ট্রাস্টি বোর্ডের বক্তব্য, এখনও দিনক্ষণ পাকা হয়নি। তবে মকর সংক্রান্তির পরে পরেই তা হবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে সুপ্রিম কোর্টের রায়েই। ২০১৯ সালের নভেম্বরে এক ঐতিহাসিক রায়ে শীর্ষ আদালত জানিয়ে দেয়, অযোধ্যার ওই বিতর্কিত নির্মাণ ভেঙে সেখানে রাম মন্দিরই তৈরি হবে। তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ রায়দানের সময় জানান, অযোধ্যার ওই বিতর্কিত স্থানের বদলে মুসলিম পক্ষকে অযোধ্যাতেই একটি বিকল্প জায়গা দেওয়া হবে মসজিদ তৈরির জন্য। সেই রায় মেনে উত্তরপ্রদেশ সরকার মুসলিমদের একটি বিকল্প জায়গা দিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.