সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামমন্দির নিয়ে এবার মুখ খুললেন এনডিএ শরিক জনতা দল ইউনাইটেডের সাধারণ সচিব কেসি ত্যাগী। তিনি জানালেন, রামজন্মভূমি বিজেপির ইস্যু। এনডিএ জোটের অন্য দলগুলোর এর সঙ্গে কোনও সম্পর্ক নেই।
শুক্রবার সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে জেডিইউ জলের সাধারণ সচিব বলেন, “সংবিধানের ৩৭০ ধারা, রামজন্মভূমি নিয়ে এনডিএ জোটের কোনও মাথাব্যাথা নেই। এই ইস্যুতে আমাদের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা। বিজেপি বন্ধুরা আমাদের এই ভাবনা দীর্ঘকাল ধরে ভাল করেই জানেন। আমরা যখন এনডিএ জোটের সঙ্গে যোগ দিয়েছিলাম, এই বিষয় আগেই স্পষ্ট করে বলে দিয়েছিলাম।” এই রামজন্মভূমি নিয়ে বিজেপি নিজের মতো করে ভাবতে পারে। সেটাও জানিয়ে দিলেন তিনি।
লোকসভা নির্বাচনে বিহারের আসন সংখ্যা নিয়ে আলোচনা চেয়ে জোটশরিককে বার্তা দেয় বিজেপি। এবার নির্বাচনে বিহার থেকে বিজেপি ও জেডিইউ কে কটি আসন পাবে, তা নিয়ে একটা আলোচনা হওয়ার কথা। এরপর রামমন্দির ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল জেডিইউ। বিহারে ৪০টি লোকসভা আসন। ১৭টি আসনে লড়বে জেডিইউ। ১৭টি আসন বিজেপির। বাকি ছটি আসনে লড়বে রামবিলাম পাশোয়ানের দল লোক জনশক্তি পার্টি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.