সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ লোকসভা ভোটের আগেই ফের ‘রামবাণ’ হাতে পেতে চলেছে বিজেপি। ২০২৪ সালের ১ জানুয়ারি খুলে যাবে বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দির (Ram Mandir)। বৃহস্পতিবার ত্রিপুরায় এক জনসভায় এমনটাই ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আগেই এমন ইঙ্গিত দিয়েছিল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এবার শাহর ঘোষণার সঙ্গে সঙ্গেই পরিষ্কার হয়ে গেল লোকসভা নির্বাচনে ফের রাম রাজনীতির সুবর্ণ সুযোগ পেয়ে যেতে চলেছে গেরুয়া শিবির।
এদিন রাম মন্দির প্রসঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেসকে দুষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিক জয়গানও গেয়েছেন শাহ। তাঁর কথায়, ”কংগ্রেস রাম মন্দির নির্মাণে বাধা দিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্দিরের নির্মাণকাজ শুরু করে দেন।”
এর আগে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছিল, ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে রাম মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হবে। ২০২৪ সালের জানুয়ারিতে মকর সংক্রান্তির সময় রামলালার (Ram Lalla) মূর্তি স্থাপন করা হবে মন্দিরে। রামলালার মূর্তিটি এখন অস্থায়ী মন্দিরে রাখা আছে। সেখানেই সেটির পুজো করা হয়। মূর্তি মূল মন্দিরে স্থাপন করার পরই সেটা সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
উল্লেখ্য, অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে সুপ্রিম কোর্টের রায়েই। ২০১৯ সালের নভেম্বরে এক ঐতিহাসিক রায়ে শীর্ষ আদালত জানিয়ে দেয়, অযোধ্যার ওই বিতর্কিত নির্মাণ ভেঙে সেখানে রাম মন্দিরই তৈরি হবে। তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ রায়দানের সময় জানান, অযোধ্যার ওই বিতর্কিত স্থানের বদলে মুসলিম পক্ষকে অযোধ্যাতেই একটি বিকল্প জায়গা দেওয়া হবে মসজিদ তৈরির জন্য। সেই রায় মেনে উত্তরপ্রদেশ সরকার মুসলিমদের একটি বিকল্প জায়গা দিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.