সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই ফের মন্দির-মসজিদ বিতর্ক। এবার অযোধ্যার রাম মন্দির (Ram Temple) গুঁড়িয়ে দিয়ে সেখানে ফের মসজিদ তৈরি করার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে মুসলিম ধর্মগুরু তথা সর্বভারতীয় ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মৌলানা সাজিদ রশিদি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের বিতর্ক চলাকালীন সাজিদ রশিদি (Sajid Rashidi) বলেছেন, হতেই পারে আগামী ৫০-১০০ বছর পরে কেউ অযোধ্যার রাম মন্দির ভেঙে ফের মসজিদ প্রতিষ্ঠা করল। তাঁর দাবি, আগামী প্রজন্মের মুসলিমরা তো শিখবে কীভাবে অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করা হয়েছে। যদি ভারতে কোনওদিন কোনও মুসলিম শাসক আসে, বা কোনও মুসলিম বিচারপতি বসেন, তাহলে কী তিনি মন্দির ভেঙে মসজিদ তৈরি করবেন না। অবশ্যই করবেন।
উল্লেখ্য, অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে সুপ্রিম কোর্টের রায়েই। ২০১৯ সালের নভেম্বরে এক ঐতিহাসিক রায়ে শীর্ষ আদালত জানিয়ে দেয়, অযোধ্যার ওই বিতর্কিত নির্মাণ ভেঙে সেখানে রাম মন্দিরই তৈরি হবে। তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ রায়দানের সময় জানান, অযোধ্যার ওই বিতর্কিত স্থানের বদলে মুসলিম পক্ষকে অযোধ্যাতেই একটি বিকল্প জায়গা দেওয়া হবে মসজিদ তৈরির জন্য। সেই রায় মানে উত্তরপ্রদেশ সরকার মুসলিমদের একটি বিকল্প জায়গা দিয়েওছে। কিন্তু সেখানে মন্দির নির্মাণ (Ram Mandir) প্রক্রিয়া এখনও শুরুই হয়নি। অথচ বিতর্কিত এই ধর্মগুরু বলছেন, একদিন মন্দির ভেঙে ফের মসজিদ তৈরি হবে।
এদিকে রাম মন্দির নির্মাণ প্রক্রিয়া প্রায় শেষের দিকে। রাম মন্দির তৈরির দায়িত্বে থাকা রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে রাম মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হবে। ২০২৪ সালের জানুয়ারিতে মকর সংক্রান্তির সময় রামলালার (Ram Lalla) মূর্তি স্থাপন করা হবে মন্দিরে। রামলালার মূর্তিটিকে এখন অস্থায়ী মন্দিরে রাখা আছে। সেখানেই সেটির পুজো করা হয়। মূর্তি মূল মন্দিরে স্থাপন করার পরই সেটা সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। সব ঠিক থাকলে ২০২৪ সালের মার্চ-এপ্রিল মাসে লোকসভা ভোট হওয়ার কথা। অর্থাৎ আগামী লোকসভা ভোটের আগে রাম মন্দির নির্মাণ সম্পূর্ণ হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.