Advertisement
Advertisement

Breaking News

ঔরঙ্গজেবের আমলেই চূর্ণ রামমন্দির!

বিধানসভা ভোটের আগে অযোধ্যা-ইস্যুতে নতুন বিতর্ক উস্কে দিল প্রাক্তন আইপিএস অফিসার কিশোর কুনালের একটি বই, ‘অযোধ্যা রিভিজিটেড’৷

Ram temple in Ayodhya was demolished by Aurangzeb: Book
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 20, 2016 3:55 pm
  • Updated:June 20, 2016 3:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবর নন, অযোধ্যার রামমন্দির ভাঙা হয়েছিল ঔরঙ্গজেবের আমলে৷
বিধানসভা ভোটের আগে অযোধ্যা-ইস্যুতে নতুন বিতর্ক উস্কে দিল প্রাক্তন আইপিএস অফিসার কিশোর কুনালের একটি বই, ‘অযোধ্যা রিভিজিটেড’৷ বইটিতে লেখক দাবি করেছেন, বাবরের আমলে মোটেও অযোধ্যার রামন্দির ভাঙার নির্দেশ দেওয়া হয়নি৷ তা দেওয়া হয়েছিল ঔরঙ্গজেবের সময়ই৷ ব্রিটিশ শাসনকালের বিভিন্ন ফাইল, বহু সংস্কৃত বই এবং পুরাতাত্ত্বিক নানা তথ্যকে মূলধন করে লেখক তাঁর বইটিতে জানিয়েছেন, মসজিদ তৈরির আগে অযোধ্যায় রামমন্দির ছিল৷
কিশোর কুনালের বইটির মুখবন্ধ লিখেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন মুখ্য বিচারপতি জি বি পট্টনায়েক৷ তাঁর দাবি, নতুন এই বইয়ের মাধ্যমে অযোধ্যার ইতিহাস সম্পর্কে নতুন দিক খুলে যাবে৷ শুধু তাই নয়, এই বই সাধারণ মানুষের বিশ্বাস এবং বহু ইতিহাসবিদের মতবাদ একেবারে উল্টে যাবে৷

ayodhya_web
এদিকে, রাজনৈতিক মহলের ধারণা, আগামী বছরই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন৷ সেই ভোটে অযোধ্যা অবশ্যই একটি ইস্যু হতে চলেছে৷ প্রসঙ্গত ইতিমধ্যেই বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী দাবি করেছেন, কিছুদিনের মধ্যেই রামমন্দির নির্মাণের কাজ শুরু হবে৷ আবার কেন্দ্রীয়মন্ত্রী উমা ভারতী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এলাহাবাদ হাই কোর্টের রায়ের পর রাম জন্মভূমি ইস্যু নিয়ে আর কোনও বিতর্ক নেই৷ যদি অল্পও থাকে, তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব৷ আর ভোটের আগে এই বই নতুন মাত্রা যোগ করবে বলেই অনুমান রাজনৈতিক মহলের৷
একটি বিশ্ববিদ্যালেয়র প্রাক্তন উপাচার্য কিশোর কুনাল তাঁর বইয়ে স্পষ্ট জানিয়েছেন, অযোধ্যায় রামমন্দির ১৫২৮ খ্রিস্টাব্দে অর্থাত্‍ বাবরের শাসনকালে ভাঙা হয়নি৷ কোনও ভাবেই বাবর ভাঙার নির্দেশ দিতে পারেন না৷ কারণ বাবর কোনও দিনই অযোধ্যায় যাননি৷ রামমন্দির ভাঙার নির্দেশ দিয়েছিলেন অযোধ্যায় ঔরঙ্গজেবের শাসনকালের গভর্নর ফিদাই খান৷ প্রখ্যাত ইতিহাসবিদ মির বাকি দাবি করেছিলেন, ১৫২৮ খ্রিষ্টাব্দে বাবরি মসজিদ তৈরি হয়, তা সম্পূর্ণ ভুল বলেও বইতে উল্লেখ করেছেন লেখক৷ যুক্তি হিসাবে লেখক জানিয়েছেন, বাবর থেকে শাহজাহান– সকল মুঘল সম্রাটই ছিলেন উদার৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement