Advertisement
Advertisement
Ram temple consecration

রামমন্দির উদ্বোধনে বন্ধ এইমস-সহ একাধিক সরকারি হাসপাতালের আউটডোর! তুঙ্গে বিতর্ক

চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন হাজার হাজার মানুষ।

Ram temple consecration: Will Delhi AIIMS be closed on January 22 | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 21, 2024 9:30 am
  • Updated:January 21, 2024 9:32 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক শতকের ধর্মীয় এবং রাজনৈতিক টানাপোড়েনের ফসল অযোধ্যার রামমন্দির (Ram Temple)। অথচ সেই মন্দির উদ্বোধনের দিনও পিছু ছাড়ছে না বিতর্ক। সৌজন্যে কেন্দ্রের একাধিক পদক্ষেপ। রামমন্দির উদ্বোধনের দিন অর্থাৎ সোমবার সমস্ত সরকারি কর্মীদের জন্য অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এখন শোনা যাচ্ছে, সেই ছুটির তালিকায় রয়েছেন চিকিৎসক, দমকল কর্মীদের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাও।

শনিবার এক বিবৃতি দিয়ে দিল্লি এইমস (Delhi AIIMS) জানিয়েছে, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো সোমবার এইমসও অর্ধদিবস ছুটি থাকবে। অর্থাৎ দুপুর আড়াইটে পর্যন্ত হাসপাতালের সব কর্মীদের ছুটি। যদিও ওই সময় হাসপাতালের জরুরি পরিষেবা এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটগুলি সক্রিয় থাকবে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, দিল্লি এইমস শুধু নয়, দিল্লির মোট চারটি সরকারি হাসপাতাল ওই একই ধরনের বিজ্ঞপ্তি দিয়েছে। শোনা যাচ্ছে, দিল্লির অধিকাংশ কেন্দ্রীয় সরকারি হাসপাতালও একই ধরনের বিবৃতি দিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘তুমি বড্ড বেশি কথা বলছ’, দল নিয়ে প্রকাশ্যে মুখ খোলায় হুমায়ুন কবীরকে ধমক মমতার]

ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এইমস-সহ বিভিন্ন হাসপাতালের পরিষেবা বন্ধ থাকায় ভালমতো প্রভাব পড়তে পারে দিল্লির চিকিৎসা পরিষেবায়। ওই দিন প্রায় ৩২ হাজার রোগীকে আউটডোর পরিষেবা থেকে বঞ্চিত হতে হবে। আবার প্রায় ১২ হাজার অস্ত্রোপচার সাময়িকভাবে স্থগিত করে দিতে হবে। যদিও সরকারিভাবে এ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

[আরও পড়ুন: শর্তসাপেক্ষে রামপুজোর অনুমতি, বঙ্গ বিজেপিকে মিছিলের রুট বেঁধে দিল হাই কোর্ট]

উল্লেখ্য, মন্দির উদ্বোধনের দিন কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যেও ছুটি ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছে ছত্তিশগড়, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গোয়া, হরিয়ানা, অসম, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র। এর বাইরে বিজেডি শাসিত ওড়িশা এবং আপ শাসিত দিল্লিও ছুটি থাকছে। এই রাজ্যগুলিতেও চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হতে পারেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement