Advertisement
Advertisement
Ram Temple

প্রাণপ্রতিষ্ঠার আগেই রামলালা মূর্তি ভাইরাল করল কারা? তদন্ত চান মন্দিরের প্রধান পুরোহিত

রামলালার ছবির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন পুরোহিত।

Ram temple chief priest angry after Ram Lalla idol photo leaked online | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:January 20, 2024 3:47 pm
  • Updated:January 20, 2024 5:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাণপ্রতিষ্ঠার আগে রামলালার ছবি প্রকাশ্যে আসায় অসন্তুষ্ট রামমন্দিরের(Ram Temple) প্রধান পুরোহিত। কে বা কারা ছবি প্রকাশ্যে এনেছেন, তা তদন্ত করে দেখার দাবি জানালেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। উল্লেখ্য, ২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠা। তার আগেই প্রকাশ্যে এসেছে রামলালার ছবি। যা নিয়ে শুরু হয়েছে জলঘোলা

২২ জানুয়ারি রামমন্দিরে প্রতিষ্ঠা হবে রামলালার। তার আগে রীতিনীতি মেনে মন্দিরের গর্ভগৃহে বসেছে রামমূর্তি। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে ‘ক্ষুব্ধ’ মন্দিরের প্রধান পুরোহিত। সংবাদ সংস্থা এএনআইকে আচার্য সত্যেন্দ্র দাস জানিয়েছেন, “প্রাণ প্রতিষ্ঠার আগে রামলালা চোখ প্রকাশ্যে আসতে পারে না। যে ছবিতে রামলালার চোখ দেখা যাচ্ছে, সেই ছবি প্রকৃত নাও হতে পারে।” তবে প্রাণ প্রতিষ্ঠার আগে কারা রামলালার খোলা চোখের ছবি সামনে আনলেন, কীভাবে সেই ছবি ভাইরাল হল, তা তদন্ত করে দেখা উচিত বলেও মত তাঁর। এমনকী, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষেও সওয়াল করেছেন।

Advertisement

 

[আরও পড়ুন: ‘তুমি বড্ড বেশি কথা বলছ’, দল নিয়ে প্রকাশ্যে মুখ খোলায় হুমায়ুন কবীরকে ধমক মমতার]

বৃহস্পতিবার ভোরে নেপালের কষ্টিপাথরে তৈরি রামলালার মূল মূর্তিটিকে প্রবেশ করানো হল গর্ভগৃহে। ‘গৃহপ্রবেশে’র আগে একদফা পুজো হয় ভগবানের। এর পর ‘জয় শ্রীরাম’ ধ্বনি সহযোগে ক্রেনের সাহায্যে মন্দিরে ঢোকেন রামলালা। তার পরেই প্রকাশ্যে আনা হয় রামলালার প্রথম ছবি। তবে সেই ছবিতে পাঁচ বছর বয়সি রামের মুখের দর্শন মেলেনি। পরে অবশ্য সোশ্যাল মিডিয়ায় কষ্টিপাথরে তৈরি রামের ছবি ভাইরাল হয়। যেখানে তার সম্পূর্ণ মুখ দেখা যাচ্ছে।

[আরও পড়ুন: শর্তসাপেক্ষে রামপুজোর অনুমতি, বঙ্গ বিজেপিকে মিছিলের রুট বেঁধে দিল হাই কোর্ট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement