Advertisement
Advertisement
Ram Rahim

১০ মাসে ৭ বার প্যারোল, ফের জেল থেকে মুক্তি চেয়ে আবেদন রাম রহিমের

আদালতের নির্দেশে লোকসভা ভোটের আগে প্যারোল বাতিল করে জেলে ফিরে আসতে হয় রাম রহিমকে।

Ram Rahim appeals for parole once again

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:June 14, 2024 2:14 pm
  • Updated:June 14, 2024 4:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ১০ মাসে ৭ বার প্যারোলে মুক্তি পেয়েছেন। আবারও জেল থেক বেরতে চেয়ে আবেদন জানালেন রাম রহিম। জানা গিয়েছে, ২১ দিনে জন্য প্যারোল চেয়েছেন আদালতের কাছে। উল্লেখ্য, দিনকয়েক আগেই নিজের ম্যানেজারকে খুনের অভিযোগে বেকসুর খালাস হয়েছেন রাম রহিম।

২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে রাম রহিমকে (Ram Rahim)। ডেরার দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে রাম রহিমকে কুড়ি বছরের কারাদণ্ড দিয়েছিল হরিয়ানার পঞ্চকুলা আদালত। এই ঘটনার কথা প্রকাশ্যে আনার জন্য খুন হতে হয় এক সাংবাদিককে। সেই খুনের ঘটনায় আরও তিনজনের সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছেন রাম রহিম। পাশাপাশি ডেরার ম্যানেজারকে খুনের অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। তবে সেই অভিযোগ থেকে তাঁকে নিষ্কৃতি দিয়েছে হাই কোর্ট।

Advertisement

[আরও পড়ুন: ‘ওদের অহংকার খর্ব করেছেন ভগবান রাম’, বিজেপির ফল নিয়ে বিস্ফোরক আরএসএস নেতা

উল্লেখ্য, কারাবাসের মধ্যে অনেকটা সময়ই জেলের বাইরে কাটিয়েছেন ধর্ষণে দোষী সাব্যস্ত ধর্মগুরু। গত ১৯ জানুয়ারি তাঁকে ৫০ দিনের প্যারোল দিয়েছিল হরিয়ানা সরকার। তারও আগে একাধিকবার লম্বা সময়ের জন্য তাঁর প্যারোল মঞ্জুর করা হয়েছে। গত ১০ মাসের মধ্যেই মোট ৭ বার প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি। তবে কেন স্বঘোষিত ধর্মগুরুকে বারবার প্যারোল দেওয়া হচ্ছে সেই প্রশ্ন তুলে একটি পিটিশন দায়ের হয় পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে।

সেই নির্দেশ অনুযায়ী প্যারোল বাতিল করে ১০ মার্চের মধ্যে রাম রহিমকে জেলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়। তবে নির্বাচন মিটতেই ফের জেল থেকে বেরনোর আবেদন করেন রাম রহিম। পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের কাছে তাঁর আবেদন, ২১ দিনের জন্য প্যারোল দেওয়া হোক। কারণ ডেরা সাচ্চা সৌদার একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। স্বঘোষিত ধর্মগুরুকে জামিন দেওয়া যায় কিনা, সেই বিষয়ে মতামত চেয়ে হরিয়ানা সরকার এবং শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটিকে নোটিস দিয়েছে আদালত। আগামী ২ জুলাইয়ের মধ্যে জবাব দিতে হবে দুপক্ষকে।

[আরও পড়ুন: রীতি বদল, জুলাইয়ে বাদল অধিবেশনে বাজেট পেশ মোদি ৩.০ সরকারের!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement