Advertisement
Advertisement

Breaking News

Ram Mandir

রাম মন্দির উদ্বোধনের দিন অযোধ্যা আসবেন না! ভক্তদের অনুরোধ ট্রাস্টের প্রধানের, কেন?

২২ জানুয়ারি প্রধানমন্ত্রীর হাত দিয়ে মন্দিরের উদ্বোধন হবে।

Ram Mandir official wants pilgrims to skip Jan 22 event in Ayodhya | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 17, 2023 11:07 am
  • Updated:December 17, 2023 11:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু কাঠখড় পুড়িয়ে অবশেষে অযোধ্যায় তৈরি হচ্ছে রাম মন্দির। আগামী ২২ জানুয়ারি সেই কাঙ্ক্ষিত মন্দিরের উদ্বোধন। বিশ্বব্যাপী রামভক্তরা যে দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। অথচ, রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনের দিন সেই রামভক্তদেরই অযোধ্যা না যাওয়ার জন্য অনুরোধ করছে মন্দির কর্তৃপক্ষ।

রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সচিব চম্পত রাই দেশের সাধারণ নাগরিকদের অনুরোধ করেছেন, অনুগ্রহ করে মন্দির উদ্বোধনের দিন অযোধ্যা আসবেন না। কেন? চম্পত রাই বলছেন, ওইদিন অযোধ্যায় এত ভক্তের সমাগম হবে যে সকলের পক্ষে রাম লালার (Ram Lala) দর্শন করা সম্ভব হবে না। তার চেয়ে স্থানীয় কোনও মন্দিরে গিয়ে উদযাপন করুন।

Advertisement

[আরও পড়ুন: সংসদে হামলার প্রতিবাদ করায় নয়, অন্য কারণে সাসপেন্ড বিরোধী সাংসদরা, সাফাই বিড়লার]

রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের সচিব বলছেন,”উদ্বোধনের সময় মাত্রাতিরিক্ত ভিড় হবে অযোধ্যায়। রামলালার দর্শনে উপচে পড়বে ভিড়। সঠিকভাবে উদযাপন করা সম্ভব হবে না ভক্তদের পক্ষে। ফলে ২২ জানুয়ারি অযোধ্যায় না যাওয়াই মঙ্গল। ২২ জানুয়ারি অযোধ্যা মন্দিরে আসবেন না। বদলে বাড়ির নিকটে, স্থানীয় যে কোনও দেবতার মন্দিরে গিয়ে আনন্দ উৎসব পালন করুন।” তবে একই সঙ্গে তিনি নিশ্চয়তা দিয়েছেন, যে সব ভক্ত ওইদিন অযোধ্যায় যাবেন, তাদের জন্য ন্যূনতম থাকা-খাওয়ার ব্যবস্থা ট্রাস্ট করবে।

[আরও পড়ুন: ভাঁড়ে মা ভবানী, এবার দেশের নামে চাঁদা চাইবে কংগ্রেস]

ট্রাস্টের সচিব জানিয়েছেন, রাম মন্দিরের গর্ভগৃহ প্রস্তুত। রামলালার মূর্তিও প্রস্তুত। ২২ জানুয়ারি সকাল ১১টায় প্রধানমন্ত্রীর হাত দিয়ে মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে। কিন্তু সম্পূর্ণ মন্দিরটি তৈরি হতে আরও দু’বছর সময় লাগবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement