Advertisement
Advertisement
Ram Mandir

রামমন্দির উদ্বোধন নয়! ২২ জানুয়ারি মোদির অনুষ্ঠান, তির রাহুলের

তিনি নিজেও পরে রামমন্দিরে যেতে পারেন, ইঙ্গিত প্রাক্তন কংগ্রেস সভাপতির।

Ram Mandir inauguration 'Modi ka function': Rahul Gandhi | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 16, 2024 6:07 pm
  • Updated:January 16, 2024 7:00 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান আসলে রামের জন্য নয়। স্রেফ মোদির জন্য। ভারত জোড়ো ন্যায় যাত্রার মাঝেই তোপ রাহুল গান্ধীর। প্রাক্তন কংগ্রেস সভাপতি বুঝিয়ে দিলেন, “আরএসএসের (RSS) পরিকল্পিত ওই অনুষ্ঠান পুরোপুরিই রাজনৈতিক। তাতে অংশ নেওয়া কংগ্রেসের পক্ষে সম্ভব নয়।”

রামমন্দিরের (Ram Mandir) প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে কংগ্রেসের তরফে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi) এবং লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু কংগ্রেস সেই অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। দলের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ওটা পুরোদস্তুর রাজনৈতিক অনুষ্ঠান। রাহুলও সে কথাই বললেন। তবে তাঁর নতুন সংযোজন, পুরো অনুষ্ঠানটাকেই মোদিকেন্দ্রিক করতে চাইছে।

[আরও পড়ুন: ‘মোদিকে হারাতে ইন্ডিয়া জোটে মমতাকে চাই’, দলে স্পষ্ট বার্তা খাড়গের]

রামমন্দির নিয়ে প্রশ্ন করা হলে রাহুল বলেন,”আমাদের পক্ষে একটা রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেওয়া মুশকিল, যেটা কিনা পুরোপুরিই আরএসএস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কেন্দ্র করে তৈরি হয়েছে। এটা আরএসএস-বিজেপির অনুষ্ঠান, সেজন্যই সম্ভবত কংগ্রেস সভাপতি ওই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।” রাহুল বলছেন, “এ নিয়ে হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মগুরুরাও আপত্তি জানিয়েছেন। তাঁরাও ২২ জানুয়ারির অনুষ্ঠানকে রাজনৈতিক অনুষ্ঠান বলেই মনে করছেন। যে অনুষ্ঠানটা পুরোটাই প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে সাজানো, সেখানে যাওয়াটা আমাদের পক্ষে কঠিন।”

[আরও পড়ুন: রানওয়েতেই পাত পেড়ে খাচ্ছেন যাত্রীরা! মুম্বই বিমানবন্দর ও ইন্ডিগোকে নোটিস DGCA-র]

২২ জানুয়ারির অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে এদিন একবারও রামমন্দিরের উদ্বোধন বা প্রাণ প্রতিষ্ঠার উল্লেখ করেননি কংগ্রেস (Congress) নেতা। উলটে বারবার তিনি বলে গিয়েছেন এটা মোদি কেন্দ্রিক অনুষ্ঠান। রাহুল এদিন স্পষ্ট করে দিয়েছেন, কংগ্রেস বা শরিক দলের কোনও সদস্য যদি রামমন্দির উদ্বোধনে যেতে চান, তাহলে তাতে বাধা দেওয়া হবে না। তিনি নিজেও পরে রামমন্দিরে যেতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement