Advertisement
Advertisement

প্রথমবার মন্ত্রী একজন ক্রীড়াব্যক্তিত্ব, আশায় বুক বাঁধছে খেলার দুনিয়া

খেলার দুনিয়াকে আলো দেখাবেন তিনি, আশা ক্রীড়াব্যক্তিত্বদের৷

Rajyavardhan Singh Rathore gets sport, Sports fraternity cheers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 4, 2017 11:09 am
  • Updated:September 29, 2019 5:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যিনি যে দুনিয়ার মানুষ, তিনি চেনেন সেই পৃথিবীর সমস্যা৷ তিনি জানেন, কীভাবে প্রতিবন্ধকতা অতিক্রম করে এগোতে হয়৷ কোন পরিকল্পনা নিলে সুবিধা হয়, সাফল্য আসে তাঁর থেকে ভাল বোধহয় আর কেউই জানেন না৷ তত্ত্ব আর ফলিত প্রয়োগের মধ্যে যে ফারাক, মন্ত্রক ও মন্ত্রীর মধ্যেও যেন আমাদের দেশে সেই দূরত্ব৷ বিভিন্ন বিভাগের মন্ত্রী পদে এমন মানুষ আসীন হন, যিনি সেই বিভাগকে হয়তো তেমন করে চেনেনই না৷ তবু এটাই রাজনীতি৷ তাই এ জিনিস বরাবরই মেনে নিয়েছেন দেশবাসী৷ তবে মাঝেমধ্যে ব্যতিক্রম হয়৷ যেমন রাজ্যবর্ধন সিং রাঠৌরের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পাওয়া৷ এই প্রথমবার কোনও ক্রীড়াব্যক্তিত্ব মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন৷ ফলে আশায় বুক বাঁধছে খেলার দুনিয়া৷

ওয়ানডে ম্যাচে ১০০ স্টাম্পিং, নজির গড়লেন ধোনি ]

অলিম্পিকে তিনি পদক জয় করেছেন৷ দেশের ক্রীড়া প্রশাসনের নাড়িনক্ষত্র তাই অজানা নয় রাজ্যবর্ধনের৷ তাই তাঁর উপরই ভরসা রেখেছেন মোদি৷ মন্ত্রিসভার টিম ঢেলে সাজাতে গিয়ে রাজ্যবর্ধন সিং রাঠৌরকেই ক্রীড়ামন্ত্রী বেছে নেওয়া হয়েছে৷ বিজয় গোয়েলকে সরিয়ে এ দায়িত্ব গ্রহণ করেছেন রূপোজয়ী অলিম্পিয়ান৷ দায়িত্ব নেওয়ার পরই জানিয়েছেন, খেলোয়াড়দের সুবিধার কথা সবসময় মাথায় রাখা হবে৷ অর্থাৎ প্রশাসনিক দিক থেকে খেলোয়ারদের পুরো সাহায্যের আশ্বাস দিয়ে রাখলেন নবনিযুক্ত ক্রীড়ামন্ত্রী৷ ঠিক এই আশ্বাসই চেয়েছিলেন ক্রীড়াজগতের ব্যক্তিত্বরা৷ অলিম্পিকে পদক জেতা একজন মানুষ, আন্তর্জাতিক ক্ষেত্রে দেশেক বারংবার সম্মানিত করা এক ব্যক্তি যখন ক্রীড়ার দায়িত্ব নেন, তখন দেশের ক্রীড়াক্ষেত্র যে আশান্বিত হবে সেটাই স্বাভাবিক৷ খেলার দুনিয়ার ভাল-মন্দ, সমস্যা বুঝে তিনি নতুন পদক্ষেপ করবেন প্রত্যাশা এমনটাই৷ সে আশার কথা ক্রীড়াব্যক্তিত্বরা টুইটে ইতিমধ্যে প্রকাশও করেছেন৷ আর তাঁকে বেছে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যবর্ধন সিং রাঠৌর৷

‘দলে সুযোগ পেতে ফর্ম নয়, জরুরি ভাল হেয়ার স্টাইল,’ বিস্ফোরক গাভাসকর ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement