Advertisement
Advertisement

Breaking News

Rajnath Singh

‘হামলা চালালে জবাব দেবে সেনা’, সীমান্ত সংঘাতে চিনের চোখে চোখ রেখে হুঙ্কার রাজনাথের

পূর্বতন সরকারের প্রতিরক্ষা নীতি নিয়েও প্রশ্ন তুলেছেন রাজনাথ।

Rajnath Singh warns China, issues stern warning indirectly

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 7, 2024 3:49 pm
  • Updated:March 7, 2024 3:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত কোনওদিন অন্য দেশে হামলা করেনি। কিন্তু কেউ যদি ভারতের উপর আক্রমণ করে তাহলে পালটা কড়া জবাব দেওয়া হবে। কেউ চোখ তুলে তাকালে তাকে পালটা দেওয়ার ক্ষমতা আছে ভারতের। একটি সম্মেলনে নাম না করে চিনকে এই হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।

বৃহস্পতিবার প্রতিরক্ষা সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপির অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল দেশের নিরাপত্তা আরও জোরদার করা। প্রতিরক্ষা ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করে তোলারও চেষ্টা চলছে। একাধিক উপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিরক্ষা ক্ষেত্রে। একেবারে আধুনিক পরিকাঠামোয় সাজিয়ে তোলা হয়েছে গোটা প্রতিরক্ষা ব্যবস্থা।

Advertisement

[আরও পড়ুন: উন্নয়ন মন্ত্রে কাবু সন্ত্রাস-দানব! ৩৭০ ধারা রদের পর কাশ্মীরে দাঁড়িয়ে কী বার্তা মোদির?]

আগের সরকারগুলোর প্রতিরক্ষা নীতি নিয়েও প্রশ্ন তোলেন রাজনাথ। তাঁর কথায়, পূর্বতন সরকারগুলোও প্রতিরক্ষা বিভাগকে শক্তিশালী করতে চেয়েছিল। কিন্তু সেটা করতে গিয়ে ভারতের ক্ষমতার উপরে আস্থা রাখেননি। বিজেপি সরকারে দেশের ক্ষমতার প্রতি ভরসা করেই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। আন্তর্জাতিক ক্ষেত্রেও অন্যতম শক্তিশালী বাহিনীর তালিকায় উঠে এসেছে ভারতীয় সেনার নাম।

দেশের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির খতিয়ান তুলে ধরেই চিনকে (China) হুঁশিয়ারি দিয়েছেন রাজনাথ। নাম না করে লালফৌজকে নিশানা করে এই সম্মেলন থেকে বার্তা দেন প্রতিরক্ষামন্ত্রী। সাফ জানিয়ে দেন, “স্থল,জল,অন্তরীক্ষ- কোনও জায়গা থেকেই যদি ভারতকে আক্রমণ করা হয় তাহলে কড়া জবাব দেবে আমাদের বাহিনী। আজ পর্যন্ত কখনও কোনও দেশে আমরা হামলা করিনি। কোনও দেশের এক ইঞ্চি জমিও দখল করিনি। কিন্তু কোনও দেশ যদি আমাদের দিকে চোখ তুলে তাকায়, তাদের যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা আছে আমাদের।” প্রসঙ্গত, ২০২০ সালের রক্তক্ষয়ী গালওয়ান সংঘর্ষের পর থেকে লাদাখের একাধিক এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করেছে চিন। একের পর এক গ্রাম বানিয়ে ভারতের সীমান্তে চাপ বাড়াচ্ছে লালফৌজ। এহেন পরিস্থিতিতে পালটা দেওয়ার সাফ বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী।

[আরও পড়ুন: নীতীশের আগমনে বিহারে ভাঙছে NDA? চিরাগ পাসওয়ানকে দুর্দান্ত ‘অফার’ ইন্ডিয়ার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement