রাজনাথ সিং
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সব ক’টি সীমান্ত সুরক্ষিত। সার্জিক্যাল স্ট্রাইকে (Surgical strike) গুঁড়িয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসবাদীদের মেরুদণ্ড। এক কনক্লেভে যোগ দিয়ে এমনই হুঙ্কার দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সেই সঙ্গে জানিয়ে দিলেন, গোটা বিশ্ব দেখে নিয়েছে ভারত জঙ্গি দমনের মতো ইস্যুতে কীভাবে নেতৃত্ব দিতে পারে।
ঠিক কী বলেছেন রাজনাথ? তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমাদের সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত। চিনের সঙ্গে সংঘর্ষ হোক কিংবা পাকিস্তানের কোনও বদ মতলব, আমাদের সেনাবাহিনী যোগ্য জবাব দিয়েছে। সার্জিক্যাল স্ট্রাইক সন্ত্রাসবাদীদের মেরুদণ্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। গোটা বিশ্বের কাছে মজবুত ও পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে ভারত কীভাবে সন্ত্রাসের বিরুদ্ধে আঘাত হানতে সক্ষম। সেটা দেশের মাটি হোক কিংবা বিদেশের মাটি। এটা সরকারের তীব্র ইচ্ছাশক্তির ফল।”
‘ইন্ডিয়া রাইজিং’ নামের এক কনক্লেভে এদিন যোগ দিয়েছিলেন রাজনাথ সিং। সেখানেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় তাঁকে। এদিন নাম না করে পাকিস্তানকেও (Pakistan) কাঠগড়ায় তোলেন তিনি। বলেন, ”বহু দেশই, যারা সন্ত্রাসবাদকে একটা ‘টুল’ হিসেবে দেখে, তারা জানে ভারত কখনও অপ্রয়োজনে আঘাত করে না। কিন্তু যারা এদেশের একতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায় তাদের কখনও রেয়াত করে না।” সব মিলিয়ে পাকিস্তান, চিনের মতো প্রতিবেশী দেশ এবং জঙ্গিদের কড়া বার্তা দিলেন রাজনাথ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.