Advertisement
Advertisement
Rajnath Singh

BJP সভাপতি হয়েও ছেলেকে টিকিট দিইনি, পরিবারবাদ নিয়ে বিরোধীদের জবাব রাজনাথের

সাম্প্রতিককালে পরিবারবাদ নিয়ে বিজেপিকে পাল্টা তোপ দাগছে বিরোধীরা।

Rajnath Singh on Parivarvaad Says denied ticket to son in UP Assembly Poll

রাজনাথ সিং (ডান দিকে) এবং ছেলে পঙ্কজ সিং। ফাইল চিত্র।

Published by: Kishore Ghosh
  • Posted:March 28, 2024 4:20 pm
  • Updated:March 28, 2024 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত একদশকে কংগ্রেসের (Congress) বিরুদ্ধে বিজেপির (BJP) সবচেয়ে ধারাবাহিক প্রচার পরিবারবাদ। আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারেও এই ইস্যুতে কংগ্রেস, তৃণমূল-সহ একাধিক দলকে তোপ দাগছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবার পরিবারবাদের বিরোধিতায় ব্যক্তিগত দৃষ্টান্ত তুলে ধরলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। গেরুয়া নেতা দাবি করলেন, ২০০৭ সালেই তাঁর ছেলে পঙ্কজ সিংয়ের (Pankaj Singh) বিধানসভা ভোটে দাঁড়ানোর কথা ছিল। যদিও পরিবারবাদে প্রশয় দেবেন না বলেই তিনি তা মানা করেছিলেন। ঠিক কী বলেছেন রাজনাথ?

সাম্প্রতিককালে পরিবারবাদ নিয়ে বিজেপিকে পাল্টা তোপ দাগছেন কংগ্রেস নেতারা। একাধিক উদাহরণ টানছেন তাঁরা। অমিত শাহর ছেলে জয় শাহর ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হওয়া নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। চলতি লোকসভা ভোটে টিকিট পেয়েছেন প্রয়াত সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজ। এছাড়াও অনুরাগ ঠাকুরের মতো আজকের বহু নেতার বাবা-কাকারা যে বিজেপি বিধায়ক, সাংসদ, এমনকী কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, সেই কথা মনে করিয়ে পরিবারবাদ নিয়ে পাল্টা তোপ দাগা হচ্ছে। কটাক্ষের মুখে পড়েছেন রাজনাথ সিংও। যেহেতু রাজনাথের ছেলে পঙ্কজ বর্তমানে নয়ডার বিধায়ক এবং উত্তরপ্রদেশের গেরুয়া শিবিরের সাধারণ সম্পাদকও বটে।

Advertisement

 

[আরও পড়ুন: উত্তরাখণ্ডে গুরুদ্বারে ঢুকে ডেরা প্রধানকে গুলি করে খুন! অজ্ঞাত দুষ্কৃতীদের খোঁজে পুলিশ

যদিও কেন্দ্রীয় মন্ত্রী দাবি করলেন, ২০০৭ সালে উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে দল পঙ্কজকে প্রার্থী করার প্রস্তাব দিলেও পরিবারবাদের কথা ভেবেই তিনি রাজি হননি। সেই সময় রাজনাথ নিজে বিজেপি সভাপতি ছিলেন। তিনি বলেন, ‘সেবার প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, রাজস্থানের বর্তমান রাজ্যপাল কলরাজ মিশ্রা-সহ অনেকে পঙ্কজকে বারাণসীতে প্রার্থী করার প্রস্তাব দিয়েছিলেন। দলের সভাপতি হিসেবে সেই প্রস্তাব বাতিল করি আমি।’ রাজনাথ দাবি করেন, ‘প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, প্রাক্তন উপপ্রধানমন্ত্রী এল কে আডবাণী পর্যন্ত অনুরোধ করেছিলেন। আমি সাফ জানিয়েছিলাম, নিজের হাতে ছেলেকে টিকিট দিতে পারব না।’ পরবর্তীকালে অমিত শাহ যখন বিজেপির সর্বভারতীয় সভাপতি হন, সেই সময় ২০১৭ সালে পঙ্কজ টিকিট পায়।

 

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রী থাকতে বাধা নেই কেজরির, জনস্বার্থ মামলা খারিজ করল আদালত

রাজনাথের এই সাফাইয়ের পরেও কটাক্ষের তির ছুড়ছেন বিরোধী নেতারা। তাঁদের বক্তব্য, পরিবারবাদ নিয়ে বাতেলা দেওয়া নেতা শেষ পর্যন্ত ছেলেকে বিধায়ক হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তো। শুধু তাই নয়, রাজনাথের ছেলে হওয়ার সুবাদে প্রথম থেকেই উত্তরপ্রদেশ বিজেপির বড় মুখ পঙ্কজ। পেয়েছেন দলের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement