Advertisement
Advertisement

Breaking News

Rajnath Singh One India Great India

কেন্দ্রের চোখে এবার ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারতে’র স্বপ্ন! জল্পনা উসকে দিলেন Rajnath Singh

অখণ্ড ভারতের স্বপ্নকে ছুঁতে চায় মোদি সরকার!

Rajnath Singh emphasizes 'One India Great India' concept
Published by: Subhajit Mandal
  • Posted:August 14, 2021 5:16 pm
  • Updated:August 14, 2021 5:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেমন হবে ২০৪৭ সালের ভারত? স্বাধীনতার ৭৫ বছরের প্রাক্কালে ১০০ বছরের ক্যানভাসে স্বপ্নের তুলি বুলিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।

শুক্রবার প্রতিরক্ষামন্ত্রকের (Defence Ministry) এক অনুষ্ঠানে রাজনাথ বলেন, ‘এখন থেকেই আমাদের এক ভারত, শ্রেষ্ঠ ভারত তৈরির ভাবনায় এগোতে হবে। মনে রাখতে হবে ২০৪৭ সালে আমাদের দেশ স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করবে।’ রবিবার স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে শুরু হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, রবিবার এই উৎসবকে মাথায় রেখে দেশের ১০০টি দ্বীপে জাতীয় পতাকা উত্তোলন করবে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। রাজনাথ সিং বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রক এই অনুষ্ঠানের আয়োজন করছে। দেশের মধ্যে জাতীয় ঐক্য এবং চেতনা গড়ে তোলাই হবে আমাদের মূল লক্ষ্য।’

Advertisement

[আরও পড়ুন: COVID-19: করোনা মোকাবিলায় রাজ্যগুলির অর্থসংকট মেটাতে বড় পদক্ষেপ কেন্দ্রের]

শুক্রবার স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের লক্ষ্যে পর্বতারোহণে গিয়েছে ভারতীয় সেনার একটি দল। পতাকা তুলে সেই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী। ওই অনুষ্ঠানে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতও (Bipin Rawat)। সেনার প্রশংসা করে রাজনাথ বলেন, ‘স্বাধীনতার পর আমাদের দেশের উপর অনেক আক্রমণ হয়েছে। আজ ভারতীয় সেনার জন্য সেই আক্রমণ আমরা প্রতিরোধ করতে সক্ষম হয়েছি। বাকি এজেন্সিগুলিও আজ সমন্বয় রেখে কাজ করছে। ভারত বরাবর শান্তিপ্রিয় দেশ। কিন্তু কিছু পরিস্থিতির জন্য আমরা আমাদের বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছি।’

[আরও পড়ুন: Galwan face off: চোখে চোখ রেখে চিনকে জবাব, সাহসিকতার পুরস্কার পাচ্ছেন ২০ ITBP জওয়ান]

প্রসঙ্গত, বছর দুই আগেই সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) হুঙ্কার দিয়েছিলেন, ‘আকসাই চিন এবং পাক অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ।’ অখণ্ড ভারতের সেই স্বপ্নকে বাস্তবায়িত করাই কেন্দ্রের লক্ষ্য। বস্তুত এক ভারতের স্বপ্ন একেবারে শুরু থেকেই দেখিয়ে আসছে বিজেপি সরকার। রাজনাথের বক্তব্যে সেই স্বপ্ন ফের উসকে গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement