Advertisement
Advertisement
Rajnath Singh

করোনা যুদ্ধে রাজ্য প্রশাসনকে সাহায্য করবে সেনা, নির্দেশ প্রতিরক্ষা মন্ত্রীর

এই মারণ ভাইরাসকে পরাস্ত করতে সবরকম চেষ্টা চলছে।

Rajnath asks armed forces to assist civilian authorities to fight Corona

তখনও চলছে মিটিং

Published by: Soumya Mukherjee
  • Posted:March 26, 2020 6:37 pm
  • Updated:March 26, 2020 6:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটলা ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য ২১ দিনের লকডাউন (lock down) ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সমস্ত রাজ্যগুলিতে বিভিন্ন পদক্ষেপও নেওয়া হচ্ছে। এই অবস্থায় স্থল, বায়ু ও নৌ-সেনা, প্রতিরক্ষা ও অন্য নিরাপত্তা সংস্থাগুলিকে বিভিন্ন রাজ্যের স্থানীয় প্রশাসনগুলিকে সাহায্য করার নির্দেশ দিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। করোনা যুদ্ধে একসঙ্গে লড়ার আহ্বান জানালেন।

বৃহস্পতিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে দিল্লিতে একটি পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রীর আহ্বানে। সেখানে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, স্থল, বায়ু ও নৌ-সেনার প্রধান এবং অন্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন রাজনাথ সিং। কীভাবে এই মারণ ভাইরাসের কবল থেকে দেশবাসীকে রক্ষা করা হবে সেই নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। সেখানে প্রতিরক্ষা মন্ত্রীকে সেনা আধিকারিকরা বলেন, এখনও পর্যন্ত তাঁদের তত্ত্বাবধানে থাকা কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে ১ হাজার ৪৬২ জন মানুষকে রাখা হয়েছিল। তার মধ্যে ৩৮৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১০৭৩ জনকে বর্তমানে মানেসর, হিন্দান, জয়সলমির, যোধপুর ও মুম্বইয়ের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। আরও ৯৫০ বেডের কোয়ারেন্টাইন সেন্টার তৈরি রাখা হয়েছে।

[আরও পড়ুন: দেশে প্রথম, করোনা চিকিৎসায় ১০০০ শয্যার হাসপাতাল ওড়িশায় ]

এর পাশাপাশি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(DRDO)-র ল্যাবগুলিতে ২০ হাজার লিটার স্যানিটাইজার তৈরি করে বিভিন্ন সংস্থাকে সরবরাহ করা হয়েছে। এর মধ্যে ১০ হাজার লিটার স্যানিটাইজার ও ১০ হাজার মাস্ক দেওয়া হয়েছে দিল্লি পুলিশকে। এছাড়া বিভিন্ন বেসরকারি কোম্পানির সঙ্গে জুটি বেঁধে সুরক্ষিত পোশাক ও ভেন্টিলেটার বানাচ্ছে তারা।

[আরও পড়ুন: মেলেনি খাবার, ১৩৫ কিলোমিটার রাস্তা হেঁটে লকডাউনে বাড়ি ফিরলেন দিনমজুর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement