Advertisement
Advertisement
Women soldiers

অফিসারদের মতোই মাতৃত্বকালীন ছুটি পাবেন মহিলা জওয়ানরাও

প্রস্তাবে সবুজ সংকেত প্রতিরক্ষা মন্ত্রকের।

Rajnath Singh approves maternity, childcare leave for women soldiers। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:November 6, 2023 2:10 pm
  • Updated:November 6, 2023 2:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিসারদের মতোই মাতৃত্বকালীন ছুটি পাবেন মহিলা জওয়ানরাও। শিশুর যত্ন এবং দত্তক নেওয়াতেও মিলবে ছুটি। এই প্রস্তাবে সবুজ সংকেত দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।

মনে করা হচ্ছে, এই নতুন নিয়মের মাধ্যমে সশস্ত্র বাহিনীতে সমস্ত পদের মহিলা কর্মীদের মধ্যে সমতা আসবে। পাশাপাশি এই সুবিধাগুলো অফিসারদের সঙ্গে জওয়ানদের সমতা তৈরি করবে। ছুটির নিয়মের সম্প্রসারণ সামরিক বাহিনীতে কর্মরত মহিলাদের জন্য প্রাসঙ্গিক পারিবারিক এবং সামাজিক সমস্যাগুলো মোকাবিলা করতে সাহায্য করবে এবং তাঁদের কাজের মানসিকতার উন্নতিতে প্রভাব ফেলবে বলে।

Advertisement

[আরও পড়ুন: মধ্যপ্রদেশ নির্বাচন: ভোট ময়দানে জয়-বীরু, গব্বর-কালিয়ারা!]

এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক টুইটবার্তায় বলা হয়েছে, ‘সশস্ত্র বাহিনীতে স্থলসেনা, নৌসেনা এবং বায়ুসেনা কর্মীদের জন্য মাতৃত্ব, শিশুর যত্ন এবং দত্তক নেওয়ার নিয়মগুলোকে অফিসারদের সমতুল্য ভাবে বাড়ানোর একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। নিয়ম জারি করার সঙ্গে সঙ্গে, সামরিক বাহিনীতে সমস্ত মহিলাদের জন্য এই ধরনের ছুটি মঞ্জুরি, তা একজন অফিসার বা অন্য যে কোনও পদের হোক না কেন, সমানভাবে প্রযোজ্য হবে।’

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, এই সিদ্ধান্তটি সশস্ত্র বাহিনীতে সকল পদের সব মহিলাদের মধ্যে সামঞ্জস্য আনবে। এটি সামরিক বাহিনীতে মহিলাদের কাজের অবস্থার উন্নতি ঘটাবে এবং তাঁদের পেশাদার ও পারিবারিক জীবনের ক্ষেত্রে আরও ভালোভাবে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।

[আরও পড়ুন: দূষণে বিপর্যস্ত দিল্লিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’, পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক কেজরিওয়ালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement