Advertisement
Advertisement
Rajnath Singh

পিঠে অসহ্য ব্যথা, দিল্লি এইমসে ভর্তি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

দিল্লি এইমসে নিয়ে আসা হয়েছে বর্ষীয়ান বিজেপি নেতাকে। নিউরোসার্জারি বিভাগে ভর্তি তিনি। তাঁর এমআরআইও হয়েছে বলে জানা গিয়েছে। বুধবারই জন্মদিন ছিল রাজনাথের।

Rajnath Singh admitted to Delhi AIIMS due to back pain
Published by: Biswadip Dey
  • Posted:July 11, 2024 11:23 pm
  • Updated:July 11, 2024 11:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে ভর্তি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। পিঠে অসহ্য ব্যথার কারণেই তাঁকে দিল্লি এইমসে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার সকালে। তবে ৭৩ বছরের রাজনাথ আপাতত স্থিতিশীল বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। উদ্বেগের কোনও কারণ নেই বলে হাসপাতাল সূত্রের দাবি।

জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই পিঠের ব্যথায় কাবু ছিলেন রাজনাথ। লোকসভা নির্বাচনের সময় ভোটপ্রচারে অন্ধ্রপ্রদেশে থাকার সময়ও পিঠে যন্ত্রণা শুরু হয়েছিল তাঁর। কিন্তু বুধবার রাতে ব্যথা অত্যন্ত বেড়ে যায়। এই পরিস্থিতিতে এদিন সকালে হাসপাতালে নিয়ে আসা হয় বর্ষীয়ান বিজেপি নেতাকে। নিউরোসার্জারি বিভাগে ভর্তি হন তিনি। তাঁর এমআরআইও হয়েছে বলে জানা গিয়েছে। সব কিছু ঠিক থাকলেই শুক্রবারই রাজনাথকে ছেড়ে দেওয়া হতে পারে বলে এইমসের তরফে জানানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: প্রতিকূলতা ঢের, তবু ফেরা নিয়ে আত্মবিশ্বাস অটুট, মহাকাশ থেকে কী বার্তা সুনীতার?]

২০১৯ সালে প্রথমবার দেশের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী হন রাজনাথ। তার আগে মোদি সরকারের প্রথম পাঁচ বছরে তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাজপেয়ীর আমলেও তিনি কেন্দ্রীয় মন্ত্রিত্ব সামলেছেন। দুবছর ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ছিলেন বিজেপির জাতীয় সভাপতিও। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দেড় লক্ষের কাছাকাছি ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয়লাভ করেন তিনি। নতুন করে তাঁকেই প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়। গতকাল, বুধবার ছিল রাজনাথের জন্মদিন। কিন্তু সেদিনই পিঠে অত্যন্ত ব্যথা অনুভূত হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হল ৭৩ বছরের নেতাকে।

[আরও পড়ুন: রাজ্যের মুকুটে নয়া পালক! এক স্পর্শে মুশকিল আসান, স্কচ অ্যাওয়ার্ড পাচ্ছে ‘সহায়’ অ্যাপ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement